Thursday, September 24, 2015

“ওপেন চ্যালেঞ্জ”


কলোনিতে থাকা অবস্থায়, কোরবান দেওয়া ছিলো মুরুব্বীদের কাজ, আমাদের দরকার ছিলো একটা গরু, বিরিশ গরু, সব সময় মনে মনে চাইতাম, এইবার যদি একটা বিরিশ গরু কিনতো তাহলে সেইরকম মজা করা যেত, কিন্তু কপাল খারাপ সব সময়ই সাদা বা এ্যাশ কালারের একটা বলদ নিয়ে আসতো, প্রতি বছর কিভাবে খুঁজে খুঁজে আমার আব্বা কার্বন কপি নিয়ে আসতো এটাই মাথায় ঢুকতোনা!!! 

কিন্তু বলদ হলেও শিং গুলো বড় থাকতো, এইটাই শান্তনা, বলদ গরু দেখতাম পা দিয়ে মাটি খুড়তো, মাঝে মধ্যে শিং দিয়েও মাটি খুড়তো !!! বাহ দারুন ব্যাপার, আমাদের গরুর তেজ আছে !!! একবারতো গরুর তেজ টেষ্ট করতে গিয়ে, গরু আমার উপরেই তেজ ঝেড়েছিলো, একেবারে শিং এর উপরে উঠিয়ে আছাড় !!!, গরুর আছাড় খেয়ে আমিতো ভ্যাবা-চ্যাকা খেয়ে গিয়েছিলাম !!! 


ভয় পেয়েছিলাম কিন্তু আমি দারুন খুশি !!! এই রকম তেজী গরুইতো চাই !!! এই তেজের জোরেই গরু নিয়ে ঘুরতাম আর, বিরিশ গরুর সাথে তুমুল লড়াই লাগাতাম আমাদের গরু বলদ হতে পারে কিন্তু শিং এর সাইজ, শক্তি আর তেজে কোন বিরিশের চেয়ে কম না, কে লাগাবি ওপেন চ্যালেঞ্জ !!!

এইবার একটা বলদ গরু কিনেছে, সেম সাদা (কার্বন কপি), বড় শিং আর রাগী, কে কে লড়াই লাগাবেন গরু নিয়ে চলে আসেন…… ওপেন চ্যালেঞ্জ !!!!!!!!

ঈদ-উল-আযহার নামাজ পড়ে আসলাম

সবাইকে "ঈদ-উল-আযহা মোবারক"

No comments:

Post a Comment