বি.কম পড়ার সময় আমার অন্যতম একটা সাবজেক্ট ছিলো অর্থনীতি, শালার এমন এক সাবজেক্ট, পড়া দূরে থাক, বই দেখলেই বমি আসত, এতো কাঠ খোট্টা একটা বিষয়, ছাতার মাথা কিছুই বুঝিনা, আর বুঝার কথাও না, তখন তো মাথার মধ্যে খালি রোমান্স ঘুরে, এদিকে পরীক্ষা নাকের ডগায়, কিন্ত পরীক্ষায় তো পাশ করতে হবে, কি করা যায় এ টেনশনে আছি, অবশেষে পেলাম আমরা (আমার সাথে বন্ধু Riman Babu ও ছিলো) আমাদের Abdullah Al Mamun অপু ভাইকে পেলাম, উনি তখন চিটাগাং ইউনিভার্সিটিতে অর্থনীতিতে মাষ্টার্স করছিলেন, উনার কাছে পরীক্ষার আগে ৪/৫ দিন পড়েছি আমরা দুজন। উনি অনেক সুন্দর করে আমাদের অনেক কিছু বুঝাতে পেরেছিলেন।
অপু ভাই, আমি কখনও ভালো ছাত্র ছিলাম না, তারপরও বি.কম পরীক্ষায় অন্য সব সাবজেক্ট গুলোর মধ্যে অর্থনীতিতে সবচেয়ে বেশী নাম্বার পেয়ে পাস করেছিলাম।
কলোনীতে সিনিয়র জুনিয়র সম্পর্ক ছিলো খুবই মধুর, এখানে বড় ভাইদের কাছ থেকে কিছু পাওয়া টা ছোটদের অধিকারের পর্যায়ে পড়ে। কিছু পাওয়ার বিনিময়ে তাদের Thanks দিলে, সে অধিকারের সম্পর্ক আর খাকেনা। তারপরও অপু ভাই আজ আপনার প্রতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো কথা অপু ভাই কিন্ত আমাদের পড়িয়েছিলেন বাংলাদেশ সরকারের সার্বজনীন শিক্ষা ব্যবস্থা মডেলে অর্থাৎ সম্পূর্ন বিনা মূল্যে।
No comments:
Post a Comment