Sunday, September 13, 2015

“ওমা... কি ভালা হোলা !!! “


কলোনির কিছু কিছু বিল্ডিং তখন খালি, আমরা F-Type যে বিল্ডিংগুলো খালি ছিলো, সেই বিল্ডিংগুলোর ২য় তলার সিড়ির মাঝখানের খালি জায়গাতে কার্ড খেলতাম, মাঝে মধ্যে 3/4 Group হয়ে যেত, ৯৪, ৯৬, ৯৭ সবাই একসাথে খেলতাম, মাঝে মধ্যে আলাদা আলাদা খেলতাম, এভাবে একদিন F-2 বিল্ডিংয়ে আমি, রিপু, ছামির, রবিন, সোহেল, রাশেদ ( চৌধুরী ), এমদাদ, হিমেল, আজিজ, কার্ড খেলছিলাম হটাৎ নিচে হাটার শব্দ পেলাম, বুট পায়ে দিয়ে হাটার শব্দ !!! নিচে তাকিয়ে দেখি এক আনসার কেউ আছে কিনা দেখার জন্য আসছে, যে নিচে তাকিয়েছিলো তার মাথা দেখতে পেয়েই আনসার চিৎকার করে উঠলো , “ স্যার... স্যার... আছে, পোলাপাইন আছে !!“ তখন সিড়ির মাঝের জানালার মত করে বড় ফাঁকা জায়গাটা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি, হারুন কাকা রাস্তায় দাঁড়িয়ে আছে আর আতিক কাকা / জন বাহিনী নিয়ে বিল্ডিং এর দিকে আসছে 


আমরা সঙ্গে সঙ্গে কার্ডগুলো নিয়ে ২য়া তলা থেকে লাফ দিয়ে ভাগলাম, এরপর ঘুরে এসে হারুন আঙ্কেল যেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার পাশে এসে দাড়ালাম আর ঘটনা কিছুই জানি না এমন ভাব করে ঘটনা দেখতে লাগলাম লাগলাম আতিক কাকা বিল্ডিংয়ের সবগুলো দরজা খুলে খুলে সাঁড়াশী অভিজান চালাচ্ছেন কিচ্ছুক্ষন পর দেখলাম আতিক কাকা চিরুনি অভিজান শেষ করে বিল্ডিং থেকে বাহিনীসহ নেমে আসলেন, সঙ্গে এমদাদ ( ভাই ভাই ষ্টোর ) !!!! এমদাদ মাথা নিচু করে আছে আর আমাদের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমরাও অবাক হলাম !!! কি ব্যাপার আমরা সবাই পালাইলাম আর এমদাদ ধরা খেলো কিভাবে !!! পরে এমদাদের কাছ থেকেই শুনলাম বেচারা লাফ দিতে পারে নাই ভয়ে, তাই একটা টয়লেটে ঢুকে নাম্বার পারসোনাল কাজ করার ভঙ্গিমায় দাঁড়িয়ে ছিলো !!! হা হা হা

এমদাদ নিয়ে বাহিরে এসে আতিক কাকা আমাদের দিকে তাকালেন আর বিজয়ীর ভঙ্গিমায় হারুন আঙ্কেলকে বললেন, “ হারুন সাব, আসামি হাইছি
এমদাদ মাথা নিচু করে আছে আর আমাদের দিকে তাকাচ্ছে, আর আমরা নাটক দেখছি আর হাসছি

আতিক কাকা এমদাদকে বললেন, “ কিয়ারে কাকু, তুই খালি বিল্ডিংয়ের মইধ্যে কিয়ারছ ? তোর কি চুরির মতলব আছেনি কোন ?“

এমদাদ বলল, “ ছি... ছি...কি বলেন কাকা !!! কলোনিতে ঘুরতেছিলাম, হটাৎ অনেক পেশাব পাইছিলো, তাই পেশাব করতে গেছি

আতিক কাকা এমদাদের কথা শুনে আরো অবাক হয়ে বললেন, “ কি... ? ওমা..ওমা.. হারুন সাব দেইকছেননি!! হেতে কি ভালা হোলা !! দুনিয়ার এত জায়গা থাইকতে তুই খালি বিল্ডিংয়ের দুইতালাত উডি চিবাত হেশাব কইত্তি গেছত কিললাই ?”


আমরা নিষ্পাপ বান্দার মত ঘটনা দেখতে লাগলাম আর হাসতে লাগলাম যাই হোক এরপর সন্দেহজনক ভাবে খালি বিল্ডিং এর মধ্যে প্রাক্রিতিক কার্য সম্পাদনের অভিযোগে এমদাদ কে গ্রেফতার করে সিকিউরিরিটি অফিসে নিয়ে যাওয়া হল

No comments:

Post a Comment