Sunday, September 27, 2015

“ ঈদের ছ্যাঁকা “


এক ঈদে আমি আর হিমেল ইউনুস ভাইয়ের দোকানে দাঁড়িয়ে আছি আর অন্যদের আসার জন্য অপেক্ষা করছিলাম ঈদের দিন পকেট গরম, একটা ফুর্তি ফুর্তি ভাব আনার জন্য ইউনুস ভাইয়ের দোকান থেকে একটা সিগারেট নিয়ে জাস্ট ধরিয়েছি এমন সময় দেখি রুবেল ভাই আসছেন ( রবিনের বড় ভাই ), হিমেল বলল রাসেল রুবেল ভাই এইদিকে আসছেন, আমি সিগারেটটা না ফেলে হাতের মধ্যে লুকিয়ে ফেললাম, কারন ফেলতে গেলেও রুবেল ভাইয়ের চোখে পড়তে পারে, তাছাড়া এত বড় সিগারেটটাতো আর ফেলে দেওয়া যায় না !!! 


রুবেল ভাই দেখি হাসতে হাসতে আমার দিকেই আসছেন, আল্লাহ্, এখন কি করা যায় !!! মনের ভিতরে আকু-পাকু করতে লাগলো, রুবেল ভাই একটু কাছে আসতেই উচ্চস্বরে বললেন,
রাসেল ঈদ মোবারক, ভালো আছিস আমিও বললাম জি ভাই ভালো আছি ঈদ মোবারক রুবেল ভাই দেখি তবুও আমার দিকেই আসছেন, আল্লাহ্, বাচাও, কোলাকুলি করবেন নাকি আবার !!!

যা নিয়ে চিন্তিত ছিলাম ঠিক তাই হলো, রুবেল ভাই আমার কাছে এসে কোলাকুলি করার জন্য হাত বাড়িয়ে দিলেন, এখন আমি কি করি !!! ডান হাতের ভিতরে জালানো সিগারেট !! বাম হাততো আর দেওয়া যায় না !! দিলাম হাত বাড়িয়ে !!! সঙ্গে সঙ্গে রুবেল ভাইয়ের শব্দঊঃ……!!!” রুবেল ভাই মনে হলো যেন কারেন্টে শক খেলেন হিমেল আর ইউনুস ভাই হাসতে লাগলো, এইদিকে আমার জান যায় অবস্থা !!!


এখন প্রশ্ন হলো রুবেল ভাই কেনঊঃ……!!!” করেছিলেন ? হা হা হা

No comments:

Post a Comment