Saturday, September 5, 2015

হারানো স্বর্গ



প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনীতে আটলান্টিস নামে একটি নগর ছিল। বলা হয়ে থাকে নগরটি সমৃদ্ধিতে, সুখে আর স্বাচ্ছন্দে অতুলনীয় ছিল। এও বলা হয় যে আটলান্টিস ছিল স্বর্গের মত। পরে কোন একসময় আটলান্টিস পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায়। গ্রিক পৌরাণিকে আটলান্টিসকে হারানো স্বর্গ বলা হয়েছে। 

আজ সারাদিন বসে পেজের লেখাগুলো পড়লাম। কত স্মৃতি আর কত কাহিনি। কলোনির বিখ্যাত স্পটগুলো চোখের সামনে ভেসে উঠছিল লেখা পড়তে পড়তে। খালপাড়, গার্ড ব্যারাক, বুইজ্জার বাগান, টাঙ্কির তলা, বড়মাঠ, স্কুলের স্টেজ, জেকস, ইউনুস ভাইয়ের দোকান আর স্কুলের পিছনের সেই দরজাহীন বারান্দাটা (আমরা বলতাম ভুতের বারান্দা), আরো কত গুপ্ত আস্তানা। আমরা সুখে ছিলাম। নির্দ্বিধায় বলতে পারি আটলান্টিসের চেয়ে স্টিলমিল কলোনিতে সুখ বেশি ছিল। আটলান্টিসের মত আমাদের কলোনিও চিরতরে হারিয়ে গেছে। হারানো স্বর্গ যদি বলতেই হয় আমাদের কলোনিকেই বলতে হবে। ইতিহাসের লস্ট প্যারাডাইস আটলান্টিস নয়, স্টিলমিল কলোনি।

(আমি কলোনির পরিচিত মুখ নই। কলোনির অনেকেই আমাকে চিনবে না। এতদিন পর হয়ত কেউই আর চিনবে না। মানুষের মুখ ভুলে যাবার জন্য ১৫ বছর অনেক লম্বা সময়।)

No comments:

Post a Comment