আমদের বন্ধুদের মধ্যে কারো বাসা বদল করার প্রয়োজন হলে আমরা সবাই এ ব্যাপারে সহায়তা করতাম। সেটা কলোনির ভিতরে এক বাসা থেকে আরেক বাসা অথবা কলোনি থেকে বাইরে যেখানেই হোক।
কলোনির ভিতর কেউ বাসা বদল করলে আমার, Monirul Islam Monir, Mamunur Rashid রাশেদের মধ্যে প্রতিযোগিতা হতো অই নতুন বাসায় সবার আগে কে বড় বাথরুম করতে পারে। প্রায় ক্ষেত্রে রাশেদ প্রথম হতো।
৯৪ সাল থেকে আমার বন্ধুদের মাঝে বাসা ছেড়ে বাইরে বাসা নেওয়া শুরু হয়। দুলিরা বাসা চেঞ্জ করে নারিকেল তলা। মনিরুল্ রা একেবারে গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম, ওদের মালামাল ট্রাকে করে দুলি, রাশেদ,লিটন নিয়ে যায়। রোমান্স সংক্রান্ত জটিলতায় আমি যেতে পারিনি। হায় রোমান্স!! বন্ধুর বিদায়ের দিনেও আমি থাকতে পারিনি।
৯৪ এর মাঝামাঝি জুয়েলদের রা কলোনি ছেড়ে ওদের গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যায়, সাহায্য কারি হিসেবে আমি, বুড়ামিয়া আর শিপন ও ওদের সাথে ময়মনসিংহ যাই।
৯৭ শেষের দিকে বদরুলরা বাসা চেঞ্জ করে ষোলশহর চলে যায়, আবারও ট্রাকে করে মালপ্ত্র পৌছে দিতে গেলাম আমরা প্রায় ১০/১১ জন। এতো লোক দেখে বদরুল দের নুতন বাসার পাশে বাসার ছেলেটি জিজ্ঞাস করল আপনারা সবাই কি হোন, আমাদেত ছন্দ রাজ মনুর উত্তর আমরা সবাই ভাই হই, আমার আব্বা ২ বিয়া করছেতো তাই আমরা এতো ভাই।
৯৮ এর প্রথম দিকে কলোনি ছেড়ে চলে যায় রাশেদ রা(মরাইয়া)। তারা বাসা নেয় চন্দনপুরা, বাসায় যাওয়ার রাস্তা এতো সরু ছিলো যে ওখানে বড় ট্রাক ঢুকবেনা। ওদের বাসার সবাই টেনশনে, পরে আমি খালপাড় (বারমা কলোনি) থেকে একটি ছোট ট্রাক ম্যানেজ করে দেই। খালাম্মার( রাশেদের আম্মা) সাথে এরপর যতবার দেখা হয়েছে ততবারি তিনি এটা নিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই ট্রাকে চড়ে ডাবল ট্রিপ দিয়ে রাশেদ্ দের সব জিনিস পত্র পৌছে দিয়ে আসলাম।সেদিন আসার সময় রাশেদ আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলো।
৯৮ এর মধ্য ভাগে বুড়া মিয়া, Ahsanul Tarique রা চলে যায় নাটোর, ট্রাকে করে মালপত্তর আগেই চলে গিয়েছে, রাতের বাসে ওরা যাবে, ওরা প্রায় ১০/১২ জন, তাই পুরা ইউনিক বাসটিই আমরা কলোনিতে নিয়ে আসি। সেদিনের তারিকের কান্না এখনো চোখের সামনে ভাসে।
এরপর ৯৯ সাল ষ্টিল মিল বন্ধ হয়ে গেলো। সবাই আস্তে আস্তে কলোনি ছেড়ে চলে যাচ্ছে, কে কাকে আর সহায়তা করবে। সবারই যে বিদায় বেলা।
আমার একটি পোস্টে আমি লিখেছিলাম কলোনি ছিলো আমার কাছে আমার পৃথিবী, আসলে ভুল লিখেছিলাম কলোনিটা ছিল আমদের সবার কাছে আমাদের একটি পৃথিবী।
No comments:
Post a Comment