Sunday, October 18, 2015

এতো ভালোবাসা,এতো আবেগ শুধু সিএসএম এ সম্ভব


এতো ভালোবাসা,এতো আবেগ শুধু সিএসএম এ সম্ভব। কলোনিতে একসাথে থাকা স্বত্তেও বন্যা আপা, রনি আপার সাথে কাল প্রথম সরাসরি কথা হলো। বাবু ভাইয়ের সাথে ১৭ বছর পর দেখা, আবেগে আমাকে জড়িয়ে ধরা। বিকেলে হাসপাতালে তারিক কে দেখা, তাকে দেখলাম ১৮ বছর পর, আর সাথে বুড়া মিয়া কে ও দেখলাম। আসলে গতকালের এই আবেগ ভালোবাসা আমার পক্ষে কখনই লিখে বর্ণনা করা সম্ভব নয়।

No comments:

Post a Comment