Thursday, October 8, 2015

“একদা ঈদের ময়দানে “

- Mahabub Rasel

CSM কলোনিতে থাকাকালীন অবস্থায় আমরা সবাই ঈদের নামাজ পড়তাম অফিসার্স ক্লাব মাঠে, এটা সবার জানা এই মাঠে শুধু কলোনির মানুষ না, বাহিরের মানুষরাও দলে দলে এসে নামাজে অংশগ্রহন করতেন, এটাও সবার জানা নামাজ শেষে ফকির / গরীব মানুষেরা অফিসার্স ক্লাব থেকে বের হবার রাস্তায় লাইন ধরে দলে দলে দাঁড়িয়ে থাকতো এইটাও সবার জানা কিন্তু যে সত্য কাহিনীটা অনেকের হয়তো জানা নাই তা হল …………

আমাদের একজন ছোট্ট-খাট্ট সন্মানিত কাকা ( অনুগ্রহ করে যারা ঘটনাটা জানেন তারা কাকার নাম প্রকাশ করবেন না ) ঈদের নামাজ শেষ করে ক্লাব থেকে বের হবার রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, তার পরনে ছিলো হালকা সাদা লুঙ্গী, আর গায়ে ছিলো আগেরদিনের মুরুব্বীদের পাঞ্জাবি (অনেকটা হাফ শার্টের মত, একটু লম্বা, কিন্তু পাঞ্জাবী !!!) হয়তোবা কারো জন্য অপেক্ষা করছিলেন কিন্তু সমস্যা হল তিনি এমন জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ফকিরের লাইন যেখানে এসে শেষ হয়েছিলো!!!!


যাই হোক সবাই নামাজ শেষ করে বের হবার সময় ফকিরদের হাতে টাকা / পয়সা দিয়ে বের হয়ে যাচ্ছেন, একজন আরেকজনের সাথে ঈদ মোবারক করছেন কলোনির বাহিরের এক দয়ালু আঙ্কেল অন্য সবার মত তার দয়ার হাত দিয়ে ফকিরদের হাতে টাকা বিলি করতে করতে, ফকিরদের পাশে দাঁড়িয়ে থাকা আঙ্কেলের হাতেও / টা পয়সা গুজে দিলেন !!!!

সন্মানিত কাকা মনে হল যেন আসমান থেকে পড়েছেন !!! একবার পয়সার দিকে তাকান !!! একবার বাহিরের আঙ্কেলের দিলে তাকান !!! হা হা হা (সে কি তাকানোর ভঙ্গী!!!)

কাকার অবাক হয়ে তাকানো দেখে বাহিরের আঙ্কেল বললেন, “অনে এইল্যা গরিকা চাইত লাইগগুন, কম ওইয়্যেন্যা

আর আমাদের সন্মানিত কাকা সজোরে চিৎকার দিয়ে উঠলেন,…………


ওডা চো…………….... পোয়া, ইয়্যান কিল্লিযে তুই !!! আই ফইর ন্যা !!! তুই আরে ফইর ফাইয়্যুছ ন্যা !!! আই খন যানছ না তুই ? তোর টিয়া ফইসা ............................................................... ( সেন্সরর্ড)

No comments:

Post a Comment