Wednesday, October 14, 2015

জি!! ভাইয়াপারা গর্ত থেকে এই মাত্র বের হয়ে আসলাম।


জি!! ভাইয়াপারা গর্ত থেকে এই মাত্র বের হয়ে আসলাম।
বের হয়ে আসার সময় দেখলাম, আরো অনেকে গর্ত থেকেই সি. এস. এম. পেইজ এ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর সমানে বিভিন্ন পোস্ট এ লাইক/কমেন্ট দিচ্ছে।
আমি নিশ্চিত করেই বলতে পারি
এই গ্রুপ এর প্রত্যেকর চোখের আরাম এবং মনের আরামের
জায়গা নির্ধারিত আজ এই পেইজ এ।
নাহিদুল আলম (রাজন), এই আমার সাথে এই পেইজ এর বেশির ভাগ ভাইয়াপারাই হয়তো অপরিচিত। খুব স্বাভাবিক। আমার বয়স মাত্র ১৫ বছর।
আরে না।।। যখন কলোনি ছেড়ে চলে আসি।

ঐ অল্প সময়ে এতো বড় কলোনির
সকল ভাইয়া আপাদের সাথে নিজেকে পরিচয় করিয়ে উঠতে পারিনি।
হাত পা কাঁপছে কিভাবে যে কি লিখি?!?!?! 
কী-বোর্ডে আঙ্গুল চলছে না,
গলা শুকিয়ে আসছে।
ধুর মিয়াপারা!!!!! বিবেকের আবেগ কিংবা ভয় না। অফিস থেকে এসে, 
হাত পা কাঁপা পরিমান জামা কাপড় ধুয়ে লিখতে বসলাম।
০৭/০৯/৮৫ মনে আছে দিনটির কথা?!?!?!? কি হয়েছিল কলোনির ই টাইপ এর পাঁচ নং বিল্ডিংয়ে!!????
না ভাইয়াপারা্‌......। কিচ্ছু না।।। কি জানি কি পুণ্য করছিলাম?!?!? জন্মের পর চোখ খোলার সাথে সাথেই দেখলাম বেহেস্তের একটি স্তর, ষ্টীল মিলস কলোনি!!! 
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
কি জানি কি পাপ করছিলাম?!?!? সালটা মনে আছে ২০০০, কিন্তু তারিখ টা আর মনে রাখতে পারলাম না। কিভাবে রাখবো?!?! আমার ৩০ বছরের জীবনের সবচেয়ে ভারী আওয়াজের ঠাডা এক্সপেরিয়েন্স করেছিলাম উপরের উল্লেখিত সালটিতেই। পরিনতি হিসেবে মেমোরি কলাপ্স করছিলো। ঐ সালেই ট্রাক নামক আযরাইলের ঘাড়ে চড়ে কলোনি ছেড়ে চলে আসি। (বুঝলাম না!! কেন সেই সময়ে পড়া ইসলাম শিক্ষা বইয়ে এই আযরাইলের নাম উল্লেখ ছিলোনা!!!!)
(৮৫-২০০০) মাত্র ১৫ বছর সময়। 
(২০০০-২০১৫) ঐ।
শেষ ১৫ বছরের অবসর সময়ে, আমার সুখভাবনায় থাকে প্রথম ১৫ বছর।
শীতের বৃষ্টির স্থায়িত্ব কম, 
তাই আজ প্রস্থানে যাচ্ছি।
মাঝখানের ডটেত দিয়ে পুরন করা ফাঁকা জায়গাটুকু রেখে গেলাম, 
ঘন বর্ষার ভারি বৃষ্টির ফোটার মতো কী-বোর্ডে আঙ্গুল চালিয়ে,
বেহেস্তে যাপিত ১৫ বছর
আবার আমার ভাবনায় 
আপনাদের/তোমাদের/তোদের চোখের সামনে দৃশ্যত করবো বলে............

No comments:

Post a Comment