Monday, October 12, 2015

“ প্রথম, ব্যাংক অভিজ্ঞতা !!! “

- Mahabub Rasel

একদিন যেকোন এক কারনে প্রথম গিয়েছিলাম সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য কিছুক্ষন লাইনে দাড়ানোর পর আমার সিরিয়াল আসলো, আমি রিসিট আর টাকা জমা দিলাম, ( সব নোট ছিলো, কিছু টাকা ফেরত পাবো ) ক্যাশ কাউন্টারে বসা ম্যাডাম কয়েকবার করে বলছেন, “ভাংতি নাই, ভাংতি দাওআমি প্রতিবারই শুনছি আর ম্যাডামের দিকে তাকাচ্ছি কিন্তু বুঝতে পারছিলাম না, ম্যাডাম আসলে কাকে উদ্দ্যেশ্য করে বলছেনভাংতি নাই, ভাংতি দাও !!! “, কারন ম্যাডাম তাকিয়ে আছেন অন্য দিকে !! হয়তো আমার পাশের জনকে বা অন্য কাউকে বলছেন আমি আমার মত বাকি টাকা আর রশিদের জন্য অপেক্ষা করতে লাগলাম


এইবার আরো জোরে করে বললেন......

ম্যাডাম.......: কি ব্যাপার !! কানে শুনতে পাও না ? ভাংতি নাই, ভাংতি দাও

আমি..........: আমাকে বলছেন, ম্যাডাম ?

ম্যাডাম.......: হ্যাঁ, তোমাকেই বলছি, কয়বার বলব, কানে শুন না ?

আমি..........: আমিতো শুনেছি, কিন্তু আপনি অন্য দিকে তাকিয়ে বললে আমি কিভাবে বুঝবো কাকে বলছেন !!!

ম্যাডাম.......: ( আগের মতই অন্যদিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে ক্ষেপে গিয়ে বললেন ) আমি তোমার দিকেই তাকিয়ে আছি, আর তোমাকেই বলছি, চোখে দেখ না !!! “ ভাংতি নাই, ভাংতি দাও


আমি..........: কি আর করার তার বড় বড় করে অন্যদিকে তাকানো চোখের দিকে তাকিয়ে তার চাহিদা অনুযায়ি ভাংতি দিয়ে কনফিউশন থেকে নিস্তার পেলাম !!!

No comments:

Post a Comment