Wednesday, October 7, 2015

Flashback History of CSM Colony Group


আগস্ট ২০১৫ তে আতিক ভাই উনার ফেসবুক ওয়ালে সি এস এম নিয়ে স্মৃতিবিজড়িত অনেক পোস্ট লিখা শুরু করলো,সাথে সাথে সি এস এম এর সবাই তাতে কমেন্ট দিয়ে তাদের স্মৃতি শেয়ার করা শুরু করলো।১৯/০৮/২০১৫ সকালে আতিক ভাই একটা পোস্ট দিলো মিঠু ভাই কে নিয়ে আর সেই পোস্ট এ সর্বাধিক সি এস এম এর পোলাপাইন অংশগ্রহণ করলো ,এরপর সেইদিন বিকালেই টাঙ্কির নিচে (কাল্পনিক) এক সিনিয়র জুনিয়র মিলে এক বিশাল আড্ডা হলো এবং তখনি আড্ডার একটি প্লাটফরম এর অনুভব করলো সবাই।আর সেই থেকেই ২০/০৮/২০১৫ তারিখে সি এস এম কলোনী গ্রুপের যাত্রা শুরু।সেই থেকে শুরু আজ অব্দি চলছে সমান তালে সব ভাই বোন একসাথে। জয়তু সি এস এম।






No comments:

Post a Comment