Saturday, December 26, 2015

অনেক বছর পর বেবি/বুলু আপাকে দেখলাম


অনেক বছর পর বেবি/বুলু আপাকে দেখলাম। সাথে ছোট বোন শিখাকেও। সাভাবিক ভাবেই ছবি post করার লোভ সামলাতে পারলাম না।

csm এ থাকা অবস্থায় এত বড় সাহস আমার হতো না।

তবে এই পরিবারের কাছাকাছি ছিলাম। মিন্টু মামা ছিলো তাস খেলার বন্ধু। ডানপিটা মানিকও অনেক সময় খেলাধুলা নিয়ে আমাদের কাছাকাছি থাকছে।


গত কাল অনেক কথা হলো। এত কথা বলতে পারে বুলু আপা!!! অথচ ভয়ে বুলু আপার সামনে কখনো যাইনি। চুপচাপ গম্ভীর বড় বোনটি কাল CSM এর হালখাতা খুলে নিয়ে বসেছিলো। মনটা ভরে গেছে। ভালো থাকবেন আপা। আর বেবি আপা এত সুন্দর করে হাসতে পারে!!!!!!!!! আমি সত্যি বলছি, আমার এই সৌভাগ্য আগে হয়নি। কত আপন করে নিলো আমাকে। ঘরে ঢুকেই আপার প্রথম কথাটি ছিলো, রেজাকে আমি চিনেছি। তারপর কত কথা, কত গল্প। ভালোথাকবেন আপা।


আর একটি দিনের জন্য আপনের মন ভরে যাওয়া হাসিটা ধার চাই, ২৯ শে জানুয়ারির আড্ডায় আমি সবার মাঝে বিলিয়ে দিবো।

No comments:

Post a Comment