Wednesday, December 30, 2015

ডিসেম্বর মাস, বিজয়ের মাস ....


ডিসেম্বর মাস, বিজয়ের মাস, সাধিনতার মাস। আতিক এই কয়টা দিন প্রায় মজা করে বলতো, ভাই আপনেতো পুরাই সাধীন। আসলেই কয়টা দিন সাধিন ছিলাম। বউ/বেটি রাজশাহী। মনের আনন্দে কয়টা দিন ইচ্ছা মত চলেছি। বলার কেউ নাই, সারাফের বাবা লজ্জা করেনা এই বয়সে fb. নিয়ে বসে থাকো। মাঝে মাঝে আমারও বলতে ইচ্ছা করে, তুমি যে ইন্ডিয়ান চ্যানেল নিয়ে বসে থাকো। কি আছে এই সিরিয়াল গুলিতে? পোশাক/আশাক, গয়না/গাটি, আর হলো------যতসব। কিন্তু আজ অবধি বলা হয়ে উঠেনি। 

কি আর বলবো বাড়িতে গেলে বাবাও দেখি ছেলের বউদের সাথে কিরন মালা দেখতে বসে যায়। আজ থেকে আমার সাধিনতা শেষ। আমি এখন ছুটে চলছি রাজশাহির পথে। নিয়ে আসতে যাচ্ছি আমার সারাফ আর -----। আবার শুরু হয়ে যাবে, সারাফের বাবা তুমি হলুদের গুরা আনতে ভুলে গেছো!!! আমার মনে হয় তুমি আমাকে বলতে ভুলে গেছো। মোটেও না, তুমি ইদানিং কালে অনেক কিছুই ভুলে যাও। কি আর করা আবার যেতে হয় হলুদ আনতে।


তবে এই কয়দিনের সাধিনতা আমার ভালো লাগেনি। এর চেয়ে আমার সারাফ আর সারাফের------ ই ভালো।
হাওয়ার নেশায় উঠলো মেতে
দেখ বধুরা ধানের ক্ষেতে
রোদের সোনা ছড়িয়ে পরে মাটির আচলে
মরি হায় হায় হায়
মাঠের বাশী সুনে সুনে
আকাশ খুশী হলো
ঘরেতে আজ কে রবেগো
খোলো খোলো দুয়ার খোলো খোলো
খোলো দুয়ার খোলো
পোষ তোদের ডাক দিয়েছে
আয়রে চলে আয় আয় আয়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি হায় হায় হায়।
রাস্তার দু পাশে সুধু গ্রাম আর ফসলের ক্ষেত।


No comments:

Post a Comment