Sunday, January 17, 2016

সিএসএম কলোনি তে আমরা যুগ যুগ ধরে এমন বড় ভাই ই চাই এবং এমন বড় ভাই ই হতে চাই


আজ আমার অফিসে রিপন ভাই, রেজা ভাই আর সামি এসেছিল। দুপুরে একসাথে খাওয়া দাওয়ার পর প্রায় ঘন্টা তিনেক জম্পেশ আড্ডা চলল আমার রুমে। রিপন ভাই তার কথা বার্তা দিয়ে মনে হল যেন পুরো স্টিল মিল কলোনিটা কে আমার অফিসে নিয়ে এসেছে,হাসতে হাসতে একটু আগে করা খাওয়া দাওয়া হজম হওয়ার যোগাড়। 

আমাদের সৌভাগ্য যে আমরা এমন কিছু বড় ভাই পেয়েছি যাদের সংগে আমাদের অনেক বিষয়ে মতবিরোধ হয় কিন্তু সেটা কখনোই ব্যাক্তিগত বিরোধে যায়না। একটা সময় পর আবার সব স্বাভাবিক হয়ে আসে। এ প্রসংগে বলা যায় কিছু দিন আগে আমার খুব প্রিয় দুজন বড় ভাইয়ের সাথে নীতি নির্ধারনি বিষয়ে আমার অনেক উত্তপ্ত কথা হয়েছে অথচ সেটা ওই পর্যায় পর্য্যন্ত ছিলো, আমাদের সম্পর্ক নষ্ট হয়নি।অনেকেই ব্যবসা বানিজ্য করে অনেক স্বচ্ছল হয়েছেন কিন্তু টাকার গরিমা দেখায়না বা নেতৃত্ব দেয়ার জন্য ছোট ভাইদের অযথা তৈলমর্দন ও করেন না। স্নেহ দেওয়ার বেলায় কোন কার্পণ্য নেই, আবার দরকারে শাসনও করেছেন।কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আছে অন্যের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ার উদার ও উন্নত মনমানসিকতা।

সিএসএম কলোনি তে আমরা যুগ যুগ ধরে এমন বড় ভাই ই চাই এবং এমন বড় ভাই ই হতে চাই।

No comments:

Post a Comment