অক্টোবরে পপুলার হসপিটালে গিয়ে বসেছিলাম আমি, নাজমুল ভাই, রেজা ভাই, পুলক, টিপু আরো কয়েকজন। অপেক্ষায় ছিলাম। নাটোর থেকে তারিক ভাই আসছেন। এক সময় তিনি এলেন। শারীরিক অসুস্থতা আর ভ্রমন ক্লান্তিতে বিধ্বস্ত। ইমারজেন্সিতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ভর্তি করে নেয়া হলো কিন্তু ভর্তির দাপ্তরিক কাজ কর্মের কারনে হসপিটালের লবিতে কিছুক্ষন নিজের হুইল চেয়ারে বসে থাকতে হয়েছিলো তারিক ভাইকে। তখন উনার সাথে আমার টুকটাক কথা হচ্ছিলো। এক পর্যায়ে তারিক ভাই উঠে দাঁড়াতে চাইলে উনাকে ওয়াকার দিয়ে দুজনে ধরে দাঁড় করালো তবে বেশিক্ষন দাঁড়িয়ে থাকতেও পারলেন না। আমি খুব ব্যথিত হয়েছিলাম সেদিন।
আজ সন্ধ্যায় গিয়েছিলাম মগবাজার ওয়্যারলেস ক্রসিঙের কাছে তারিক ভাইয়ের বর্তমান বসতি ঢাকা কমিউনিটি হসপিটালে। প্রায় রোজই যাই আমি। আজ তারিক ভাইয়ের রুমে ঢুকেই দেখলাম একটা বেডে আপেল ধ্যানী সন্ন্যাসীর মতো আসন গেড়ে বসে আছে আর তারিক ভাই ম্যাজিক দেখাচ্ছে। আমিও কথা না বলে আপেলের পাশে বসে ম্যাজিক দেখা শুরু করলাম। তারিক ভাই নিজের বিছানা থেকে কারো সাহায্য ছাড়া উঠে দাঁড়াচ্ছে আবার নিজেই বসছে। মাঝে মাঝে শুধু ভারসাম্য রক্ষার জন্য আমার হাত হয়তো একটু ধরছে আবার ছেড়েও দিচ্ছে।
শুভ জন্মদিন ম্যাজিশিয়ান তারিক ভাই। আমি জানি সামনের দিনগুলোতে আমরা আপনার কাছ থেকে এরকম আরো অনেক চমকপ্রদ ম্যাজিক দেখবো।
শুভ জন্মদিন যাদুকর। শুভ জন্মদিন।
No comments:
Post a Comment