Saturday, January 16, 2016

আমি আজ তারিকের কথা বলবনা


আমি আজ তারিকের কথা বলবনা, আমি শামীমের কথা বলবনা ,বলবনা সেই বড় ভাইয়ের কথা, আমি আজ বলব ওই নিরীহ ছোট্ট ভাইয়ের কথা, সে নিরীহ অথচ খুবই একটিভ। আমার অফিসে এসেছিলো, অফিস থেকে বের হয়ে একটি অনাকাংখিত ঝামেলায় পড়ে গেলো,ঘটনা আমার অফিসের কাছেই অথচ অক্ষমতার চুড়ান্ত প্রকাশ দেখালাম আমি, যেতে পারিনি ছোট ভাইটির সহায়তায়। ছুটে আসলো দুজন বড় ভাই নিজের সব কাজ ফেলে রাতদিন ছুটোছুটি করল,আমি খালি মোবাইলেই খবর নিয়ে দ্বায়িত্ব শেষ করেছি। আমি কিছুই করতে পারিনি।


আমি বলব সে ভাইদের কথা যারা নিজের ঘর সংসার ফেলে, কাজকর্ম ফেলে কিভাবে ঢাকা চিটাগাং আসা যাওয়া করেছে, অথচ আমার পক্ষে এভাবে দৌড়াদৌড়ি কখনও সম্ভব নয়। এ সব ভাইদের তুলনায় আমি কিছুই করিনি। অথচ আমি মাস চারেক আগে একদিনের জন্য চিটাগাং গিয়েছিলাম, ঘন্টায় ঘন্টায় আমার মত নগন্য ব্যাক্তির খোজ খবর নিয়েছেন বড় ভাইয়েরা, দু জন বড় ভাই আমার হোটেলে আমার সাথে দেখা করতে এসেছেন।আর ছোট ভাইগুলার কথা কি বলব,এক কথায় অসাধারন। এ ভালোবাসা, এ সম্মান আমি কোথায় রাখি। যে গ্রুপে এমন কেয়ারিং ভাইয়েরা থাকে সে গ্রুপ যে কত মজবুত তা আর ব্যাখ্যার দরকার নেই।

No comments:

Post a Comment