Tuesday, March 1, 2016

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন ।।


ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন ।।
গত ২২শে ফেব্রুয়ারি শরমি এসেছিল আমার অফিসে। ব্যস্ততার জন্য খুব বেশী সময় দিতে পারিনি। শরমি বলছিল ওরও তাড়া আছে। বাবা অসুস্থ, তাকে ( প্রয়াত আজিজুল হক চাচা) নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে।
তখনো বুঝিনি সেই অসুস্থতার মাত্রা। চাচার সাথে আমার কখনো সরাসরি পরিচয় ছিল না,যতটুকু জেনেছি,শরমির কাছ থেকে গল্প আকারে।
সেই গল্পটা বুকে ধারন করার মত।
তার বিদেহী আত্মার প্রতি রইলো আমাদের অনেক অনেক শ্রদ্ধা । পরিবারে প্রতি সহমর্মিতা ।

No comments:

Post a Comment