Thursday, March 31, 2016

আমাদের কিছু সীমাবদ্বতা আছে


আমাদের কিছু সীমাবদ্বতা আছে। আমরা এই পেইজের সবাইকে সঠিক পরিচয়ে চিনি না বা জানিনা।তেল বা বাঁশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবার পরিচয় সবার কাছে তুলে ধরা।আমি সকল মেম্বারদের অনুরোধ করব প্রত্যেকে নিজ নিজ পরিচিত জনের পরিচিতি তুলে ধরুন।সেটা প্রচুর তেলযুক্ত হলেও মমস্যা নাই।অথবা নিজ পরিচয় নিজে তুলে ধরুন। নিজের ঢোল নিজে জোরে জোরে পিটাইলেও আমরা মাইন্ড করব না।চবি সংযোজন করতে পারলে সবচেয়ে ভাল হয়।এই সুবাধে সবার সাথে সবার পরিচয় তুলে ধরা যায় যা ভবিষ্যতে আমাদের অনেক গুরুত্বপূর্ন কাজে সহযোগীতা করতে পারে।সবার সহযোগীতা কামনা করছি।

No comments:

Post a Comment