Sunday, April 10, 2016

দীপক ভাই‌কে নি‌য়ে লিখা পোস্ট‌টি প‌ড়ে খুবই মন খারাপ ছিল


দীপক ভাই‌কে নি‌য়ে লিখা পোস্ট‌টি প‌ড়ে খুবই মন খারাপ ছিল। অাজও তার ব্য‌তিক্রম ছিল না। বু‌কের ভেতর কেমন যেন একটা কষ্ট অনুভব কর‌ছিলাম। দিপক ভাই, যার হাত ধ‌রেই অামার ব্যায়াম জগ‌তে পদচারনা শুরু হ‌য়ে‌ছিল। বারংবার ম‌নে পড়‌ছিল সেই স্কু‌লের স্টেই‌জে উনার কো‌চিং এর মুহুর্তগু‌লো। উনার হা‌স্যোজ্জ্বল মুখ খা‌নি চো‌খের সাম‌নে ভে‌সে উঠ‌লে এখনও চো‌খে জল চ‌লে অা‌সে।

অাজ যখন কবীর ভাই‌য়ের সা‌থে দেখা হ‌লো তখন ম‌নে হ‌চ্ছিল যেন দীপক ভাই‌কেই সাম‌নে পে‌য়ে গেলাম। কারণ দীপক ভাই‌য়ের শেষ মুহুর্তগু‌লো খুব কাছ থে‌কে একমাত্র কবীর ভাই দে‌খে‌ছিল।

অাজও কবীর ভাই‌য়ের চোখ দু‌টো ছলছল কর‌ছিল যখন উনি দীপক ভাই প্রস‌ঙ্গে শেষ মুহুর্তগু‌লো অামা‌কে বর্ণনা কর‌ছি‌লো।

কবীর ভাই! এক পরা‌জিত সৈ‌নি‌কের ম‌তো জীবন যাপন কর‌ছেন। সেই দিন‌টির পর অাজও কবীর ভাই স্বাভা‌বিক জীবনে ফির‌তে পা‌রে নি। দীপক ভাই‌য়ের প্রসঙ্গ অাস‌তেই খেয়াল করলাম, কবীর ভাই যেন এক নিষ্প্রাণ অন্তর নি‌য়ে অাজও স্সৃ‌তিগু‌লো ব‌য়ে বেড়া‌চ্ছে।


"দীপক ভাই, অাপ‌নি চ‌লে গে‌লেন ঠিকই কিন্তু সা‌থে নি‌য়ে গে‌লেন কিছু মানু‌ষের সবটুকু অানন্দ ও ভালবাসা। অার অামা‌দের দি‌য়ে গে‌লেন একবুক কষ্ট যা অাজও প্র‌তি‌টি steeler ব‌য়ে বেড়া‌চ্ছে ম‌নের গহীন কোঠ‌রে।"

দীপক ভাই, অাপনা‌কে অাজ প্র‌তি‌টি steeler খুবই মিস কর‌ছে। দীপক, নাম‌টি অাজ প্র‌তি‌টি steeler এর হৃদ‌য়ে ভালবাসা মি‌শি‌য়ে অাজও অমর। দীপক, প‌রোপকারীর এক উজ্জ্বল দৃষ্টান্ত...."
দীপক ভাই, অফুরন্ত ভালবাসা তোমার জন্য"

দয়া ক‌রে ক্ষমাপ্রার্থী অ‌গোছা‌লো লেখাগু‌লোর জন্য।

No comments:

Post a Comment