Sunday, May 8, 2016

আক্ষেপ


মানুষ সামাজিক জীব, মানুষ মিলেমিশে থাকতে ভালবাসে,এক মানুষ আরেক মানুষের সুখে দুঃখে বিপদে আপদে এগিয়ে আসবে এটাইতো মানুষের ধর্ম হওয়া উচিত আর স্টিলার হলে তো কথাই নাই। আবার রুটি রুজির জন্য বিভিম্ন পেশায় জরিয়ে যাবে এটাও ঠিক, কিন্তু এই পেশা অনেক মানুষ কে অসামাজিক করে দেয়, এই যেমন আমাকে করেছে,আদরের ছোট ভাই মামুন চার দিন মেডিকেলে আমি মাত্র একবার দেখতে গেলাম তাও মেহমানের মত, নাজমুলের শাশুড়ি মেডিকেলে আছে আমি একবারও দেখতে যাই নাই,লিটনের বউ সাভারে প্রতিদিন ফোন করে যাই নাই একবারও, তারিক ঢাকায় ছিল যেতে পারি নাই বাসার কাছে শামিম মারা গেল যেতে পারলাম না, মাঝে মাঝে ঘৃনা হয় নিজের উপর, অথচ ওরা আমার বিপদে এগিয়ে এসেছে বারবার, চিন্তা করি এই চাকরি কতই না আমাকে অসামাজিক করেছে, এই আক্ষেপ থাকবে চির কাল, ক্ষমা চাই সবার কাছে

No comments:

Post a Comment