" বাড়িয়ে দাও তোমার হাত-
আমি আবার তোমার আঙুল ধরতে চাই ; "
আজ সকালে গুলশান পার্ক এ হাটতে হাটতে মাইক্রোফোনে গানটি শুনছিলাম। নতুন প্রজন্মের প্রেমের গান। কিন্ত শুধুই কি প্রেম? বড় করে চিন্তা করলে কি নেই এখানে? ভালোবাসা, বিশ্বাস, আস্থা,সর্বোপরি নির্ভরতা।
গত সপ্তায় চন্দন চাচীকে দেখতে গিয়ে দুদিন পরে যে পোস্ট দিয়েছিলাম তাতে স্টিলারদের যে আবেগ, অনুভূতি,সহমর্মিতা দেখেছিলাম তাতে অভিভূত হয়েছিলাম। তোমরা সবাই যেভাবে রেসপন্স করেছ তাতে মনে হয়েছে 'আমরাতো অনেক কিছু করতে পারি।'
এখন সেই করে দেখাবার সময় । শুধু চাচী নয়, আমাদের মধ্যে আরো যারা অসহায় তাদের সবার জন্য আমাদের সাধ্যমত যা করার তা আমরা করতে চেস্টা করবো-এই আহবান থাকবে সব স্টিলার ভাই-বোনদের কাছে।
ঢাকা,চট্টগ্রাম ছাড়াও আমাদের মধ্যে যারা বিদেশে থাকে সবার প্রতি এই আহবান।
জড়িয়ে ছিলাম, ছড়িয়ে আছি কিন্তু "জড়িয়েই" থাকতে চাই আমরা সুখে-দুখে, আনন্দ-বেদনায়।
No comments:
Post a Comment