Thursday, June 2, 2016

আজকে (০২ জুন) আমার জন্মদিন


আজকে (০২ জুন) আমার জন্মদিন। ভাবছেন কয়দিন আগে না(১৫মার্চ) জন্মদিন গেল। আবার আজকে কেমনে জন্মদিন হয়। আসলেই আমার জন্মদিন তবে সার্টিফিকেট অনুসারে। ক্লাস নাইনে রেজিষ্ট্রেশন সময় স্কুলের কেরানি স্যার মানে শফি স্যার এই তারিখ দিয়ে রেজিষ্ট্রেশন করে ছিলেন। আমি আগে থেকে যদি টের পেতাম তাহলে ১৫ মার্চ দিয়ে করতাম। একদিন বিকালে স্কুলের মাঠে যখন খেলতে গেলাম। দেখলাম কেরানি স্যারের রুমের সামনে সবাই ভীড় করছে। কাছে গিয়ে কারন জেনে আমারটা ঠিক করতে গেলাম। স্যার বললো " তোঁয়ার গান অই গেইয়ে"। তারমানে আমার জন্ম তারিখ, সাল সবই স্যার নিজ দায়িত্বে আগে থেকে সেরে ফেলেছেন।

No comments:

Post a Comment