Tuesday, June 14, 2016

চে’ গুয়েভারা


“পৃথিবিতে যে কোন অন্যায় সংঘঠিত হলে তুমি যদি ক্রোধের আগুনে জ্বলে উঠো, তবে জানবে, আমরা কমরেড”। 
"সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে, কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না?” - 
- ----- এই কথা গুলো যিনি বলে গিয়েছেন তিনি চে’ গুয়েভারা।

যিনি একজন মহান বিপ্লবী, একজন চিকিৎসক। সর্বোপরি একজন মানবতাবাদী মহা পুরুষ।
আর্জেন্টিনায় জন্মগ্রহন করা চে আর্নেস্তা গুয়েভারার।

পেশায় চে ছিলেন একজন ডাক্তার, মেডিকেলের ছাত্র হিসেবে চে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলেন। এসময় ওইসব অঞ্চলের মানুষদের দারিদ্র্যতা ও দুঃখ-দুর্দশা তার মনে গভীর রেখাপাত করে। তারপরেই মানুষের মুক্তির কল্যাণে এই বিপ্লবী কাজ শুরু করেন। যা তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চালিয়ে যান।

আর তাই যুগে যুগে মুক্তিকামী মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক এখনো চে গুয়েভারা। ১৯৬৭ সালের ৯ অক্টোবর সাম্রাজ্যবাদী দালাল দের হাতে তিনি নির্মম ভাবে নিহত হোন।

আজ ১৪ জুন এই মহান ব্যাক্তিত্বের ৮৮ তম জন্মদিন। আজকের এই দিনে তাঁর প্রতি রইল আমাদের লাল সালাম ও শুভেচ্ছা।

No comments:

Post a Comment