Saturday, June 4, 2016

এখন এসব সংলাপ উপন্যাসের বইতেও পাওয়া যায়না, আফসোস


কি দেখছো এভাবে? এভাবে চেহারা কুঁচকে তাকিয়ে আছো কেনো। 
-- আচ্ছা তোমার মাথায় কিছু নাই, এটা কি সাজ দিলা, সবাই কেমনে তাকিয়ে আছে, যে রিক্সা করে আসছো সে রিক্সাওয়ালাও তাকিয়ে আছে। 
কি সাজ দিলাম আবার কি? সবই ঠিক আছে,যেটা বুঝোনা ওইটা নিয়ে কথা বলবে না। ভালো না লাগলে আইসোনা
-- ----চেহারার এই অবস্থা কেনো, কি হয়েছে তোমার? রাতে ঘুমাও নি??
হইছে আর ঢং দেখাতে হবেনা।
------ ঢং না সিরিয়াস বলছি।
---------------------------++---------++++
একটু ফিটফাট চলতে পারোনা, শেভ করোনি কেন? এক্ষুনি চলো সেলুনে।
---- আরে আমি সেলুনে গেলে তুমি কই থাকবে?
আমিও সেলুনে যাবো, দাঁড়িয়ে থাকব, তুমি শেভ করবে।
------ পাগল নাকি, তুমি সেলুনে দাঁড়ালে মানুষ জমে যাবে, প্লিজ আজকের মত ছাড় দাও।
অসম্ভব তুমি শেভ না করলে কোথাও যাচ্ছিনা আমি তোমার সাথে।
--- আচ্ছা ঠিক আছে, তোমার সেলুনে যেতে হবেনা। আমিই শেভ করে আসছি সেলুন থেকে। তুমি থাকো এখানে।
( এখন এসব সংলাপ উপন্যাসের বইতেও পাওয়া যায়না, আফসোস )

No comments:

Post a Comment