Wednesday, June 22, 2016

ঠিক করেছি ঈদের পর আবার সকুলের চাকরিতে যোগদান করবো


ঠিক করেছি ঈদের পর আবার সকুলের চাকরিতে যোগদান করবো।নিজের টাকা নিজের ইচছামত খরচ করা যায়।এখন বেকার অবস্তায় খালি টাকা খুজতে হয় আর হিসাব দিতে হয় কোথায় খরচ করেছি।আর ভাল লাগে না।আসলে কোনো শিক্ষিত মেয়েরা ঘরে বসে থাকা ঠিক নয়,যে যেভাবে পারেন কিছু একটা করে নিজেদের মত করে এনজয় করুন।আমি তো চাকরি ছাড়চি আমার পোলার জন্য,এখন আবার শুরু করবো। আমার জন্য দোয়া করবেন।এতো বড় বড় কথা বলে ফেলনাম জে চাকরি করার অনুমতি তো লাগবে।দেখি কি করা যায়।।।

No comments:

Post a Comment