Tuesday, June 21, 2016

ভাললাগা স্মৃতি


আমরা ছিলাম হাউজিং কলোনীতে চার তলায়,বেবি আপারা ছিল দুই তলায়।স্কুল ছুটির পর প্রায় উনাদের বাসায় যেতাম।চাচী ,আাপারা খুব আন্তরিক ছিল।কোন সময় চালতা কেটে খাওয়াতো,কোন সময় পোড়া মরিচ দিয়ে টমেটো চাটনি বানিয়ে খাওয়াতো।তখন এগুলো খেতে সুস্বাদুও ছিল।বেবি,ভুলু আপারা ছোট বোনের মত আদর করতো।৫ম শ্রেণিতে যখন উঠি তখন আমরা জরুরী আবাসিক কলোনীতে আসি D টাইপে।পরে আমরা যখন C টাইপে আসি,উনারা তখন আমাদের পূর্ব বাসাটায় উঠেন।দুই টানে প্রায় বেবি আপাদের বাসায় যেতাম। গল্প করতে করতে দেরি হলে ভাতও খেয়ে আসতাম মাঝে মাঝে।দিনগুলোর কথা ভাবতে ভালই লাগে।

No comments:

Post a Comment