আমরা ছিলাম হাউজিং কলোনীতে চার তলায়,বেবি আপারা ছিল দুই তলায়।স্কুল ছুটির পর প্রায় উনাদের বাসায় যেতাম।চাচী ,আাপারা খুব আন্তরিক ছিল।কোন সময় চালতা কেটে খাওয়াতো,কোন সময় পোড়া মরিচ দিয়ে টমেটো চাটনি বানিয়ে খাওয়াতো।তখন এগুলো খেতে সুস্বাদুও ছিল।বেবি,ভুলু আপারা ছোট বোনের মত আদর করতো।৫ম শ্রেণিতে যখন উঠি তখন আমরা জরুরী আবাসিক কলোনীতে আসি D টাইপে।পরে আমরা যখন C টাইপে আসি,উনারা তখন আমাদের পূর্ব বাসাটায় উঠেন।দুই টানে প্রায় বেবি আপাদের বাসায় যেতাম। গল্প করতে করতে দেরি হলে ভাতও খেয়ে আসতাম মাঝে মাঝে।দিনগুলোর কথা ভাবতে ভালই লাগে।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment