What a pleasant surprise!!!! সাড়ে এগারোটায় MRI করানোর জন্য MRI ডিপার্টমেন্টে ঢু মারতে যাবো,এমন সময়ে @Nashid Shormi আপুর ফোন | স্বভাবসুলভ মাফিয়া ডন স্টাইলে জিজ্ঞাসা করলেন, "কি রে !! CMH এ ভর্তির নাম কইরা ঘুইরা বেড়াইতাছস, না??" আসমান থেকে পড়লাম, "মানে"!!! বললেন, "তোর কেবিনের সামনে দাঁড়াই আছি" | VIP patient থাকায় আমার মতো non VIP'র MRI করার সিরিয়াল পিছিয়ে দেওয়ায় খুশিই হলাম যে, সারপ্রাইজ দিতে গিয়ে শর্মি আপুরে সারপ্রাইজড হতে হলো না | তাড়াতাড়ি কেবিনে ফিরে গেলাম| আপু রেডিসনে যাচ্ছিলেন উনার অফিসের কাজে| CMH এর পাশ দিয়ে যাওয়ার সময় এই অধমের সাথে দেখা করতে এসেছেন | আজ ঢাকায় বৃষ্টি পড়ছে সকাল থেকেই | সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে বল্লেন, " দুই ভাইবোন মিলে বৃষ্টি সেলিব্রেট করবো বলে গরুর কালাভূনা আর চিকেন বিরিয়ানি নিয়া আসছি | ব্রেকফাস্ট করি নাই | ক্ষুধা লাগছে | প্লেট,গ্লাস আনা | খাইদাই চইলা যামু | দৌড়ের উপ্রে আছি !!"
অসম্ভব ভালোলাগায় মনটা ভরে গেলো | তাড়াহুড়ো করে ভাইয়ের সাথে লাঞ্চ করেই দৌড় দিলেন অফিসের কাজে | প্রচন্ড ব্যস্ত একজন মানুষের অফিস টাইমের প্রচন্ড ব্যস্ততার মাঝে সামান্য সময় বের করাটা কতোটা difficult, তা বুঝার জন্য এক ছটাক মগজই যথেষ্ট | আপুর আন্তরিকতার অসম্ভব মুগ্ধ হয়েছি | চাকুরীর সুবাদে কলোনি টাইপের environment এ থাকলেও স্টীলমিল কলোনির সবার যে পারস্পরিক আন্তরিকতা, তার ছিটেফোঁটাও কোথাও পাইনি | Thanks a lot Shormi Apu for the pleasant surprise. Blessed getting sisters like you. 🙂🙂🙂
*** শর্মি আপুর সাথে হেলফি তুললাম | Btw, হাসপাতালে যে সেলফি তোলা হয়,তাকে হেলফি বলে !! (শর্মি আপুর আবিষ্কার)


No comments:
Post a Comment