Saturday, July 9, 2016

ঢাকা শহরে খোলামেলা জায়গা পাওয়া খুবই কষ্টকর


ঢাকা শহরে খোলামেলা জায়গা পাওয়া খুবই কষ্টকর, পাওয়া যায়না বললেই চলে। বাচ্চা গুলো বড় হয় ফার্মের মুরগীর মত বন্দী জীবন নিয়ে। মাঝে মাঝে সিটি ক্লাব মাঠে ছেলেকে নিয়ে আসি, সেখানেও এত মানুষ যে এক চিলতে খেলার জায়গাও পাওয়া যায়না।

আজ ঈদের ফাঁকা শহরে সিটি ক্লাব মাঠ টিও ফাঁকা পাওয়া গেল, এই সুযোগে বাপ ব্যাটা মিলে চুটিয়ে ক্রিকেট খেললাম।

No comments:

Post a Comment