Friday, July 15, 2016

ইদানিং ঢাকা চিটগাং ভ্রমন করলে আমি desh travels এ যাওয়া আসা করি


ইদানিং ঢাকা চিটগাং ভ্রমন করলে আমি desh travels এ যাওয়া আসা করি। এদের গাড়িও ভাল আবার সার্ভিসও খারাপ না। desh travels এর সব গাড়িতে wi-fi আছে। মোবাইলে ফুল চার্জ দিয়ে রাখলাম গাড়িতে ফ্রি নেট চালানোর জন্য। কিন্তু গাড়িতে উঠে একেবারে ঝকঝকে নতুন গাড়ি। গাড়িতে বেলুন লাগানো। সুপাভাইজারকে ডাকলাম। বললাম wi-fi password দেন। সুপাভাইজার হাসি দিয়ে বললো স্যার গাড়িটা আজকেই যাত্রা শুরু করলো। এখনও wi-fi connection লাগানো হয় নি। তাই কি আর করবো পকেটের টাকা খরচ করে নেট চালাচ্ছি।

No comments:

Post a Comment