ইদানিং ঢাকা চিটগাং ভ্রমন করলে আমি desh travels এ যাওয়া আসা করি। এদের গাড়িও ভাল আবার সার্ভিসও খারাপ না। desh travels এর সব গাড়িতে wi-fi আছে। মোবাইলে ফুল চার্জ দিয়ে রাখলাম গাড়িতে ফ্রি নেট চালানোর জন্য। কিন্তু গাড়িতে উঠে একেবারে ঝকঝকে নতুন গাড়ি। গাড়িতে বেলুন লাগানো। সুপাভাইজারকে ডাকলাম। বললাম wi-fi password দেন। সুপাভাইজার হাসি দিয়ে বললো স্যার গাড়িটা আজকেই যাত্রা শুরু করলো। এখনও wi-fi connection লাগানো হয় নি। তাই কি আর করবো পকেটের টাকা খরচ করে নেট চালাচ্ছি।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment