Tuesday, August 25, 2015

“চট্টগ্রাম ষ্টিলমিল সংশ্লিষ্ট সবার প্রতি”

- Moin Khan


আজ ভীষণ ভাল লাগছে এই দেখে যে আমাদের ষ্টিলমিল কলোনীর বেশ কয়েকজন ছোট ভাই আমাদের প্রিয় কলোনী নিয়ে লিখছে।

আমাদের ষ্টিল মিলের সবাইকে অনুরোধ করছি সবার স্মৃতি থেকে স্মরনীয় কিছু লিখার জন্য। কে জানে হয়তো আগামীতে সবার টুকরো টুকরো স্মৃতি মিলিয়ে আমরা সুন্দর একটা সংকলন বের করতে পারি । যা থেকে আমাদের পরবর্তি প্রজন্ম জানবে ষ্টিল মিল নামক বৃহৎ কোন ইন্ডাষ্ট্রি বাংলাদেশে ছিল। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল।তাদের ছেলে-মেয়েরা সুখে দুখে একত্রে মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশে থাকতো।


সেই লাভ জনক বৃহৎ মিলটি অল্প কিছু মানুষ চেটে পুটে খেয়ে শুধু মিলটিরই সর্বনাশ করেনি দেশেরও মহা সর্বনাশ করে ছেড়েছে। এ মিলের উৎপাদিত পণ্যের কথা নয় নাই বললাম। এ মিল থেকেই হাজার হাজার দক্ষ অফিসার-শ্রমিক তৈরী হতো যারা বিদেশে অত্যন্ত সন্মাতি ও উচ্চ বেতনে চাকুরীতে যেতো। প্রতি বছর কলোনীর ছেলে মেয়েরা বিভিন্ন সরকারী/বেসরকারী উচ্চ পদে নিযোগ পেতো। এ সব এখন আশাকরা শুধুই দু:স্বপ্ন।

আসুন না, আমরা সবাই মিলে আমাদের সেই সব সুন্দর দিন গুলি লিখতে থাকি। তারপর না হয় এক সময় সব গুছিয়ে পেপার বন্দি করে রেখে যাবো পরবর্তি প্রজন্মের জন্য।………..

No comments:

Post a Comment