Tuesday, August 25, 2015

নিরু ভাই আপনার মনে আছে কি এপ্রিল ২৯ আর আর ম্যানিষ্টার এর মধ্যে বড় মাঠে খেলা হচ্ছে


নিরু ভাই আপনার মনে আছে কি এপ্রিল ২৯ আর আর ম্যানিষ্টার এর মধ্যে বড় মাঠে খেলা হচ্ছে : আপনি ম্যানিষ্টারের পক্ষ থেকে খেলছেন, খেলার পাঁচ মিনিটের মাথায় আমাদের দলের (এপ্রিল ২৯) রাসেল (যাকে আমরা রোহিংগা রাসেল বলতাম) আপনাকে এমন ট্যাকল করল যে আপনি পুরা চিটপটাং, পায়ে মারাত্নক ব্যাথা পেয়েছেন, পুরা টুর্নামেন্টে আর খেলতে পারলেননা।বহুত দিন পায়ে ব্যান্ডেজ বেধে খুড়িয়ে খুড়িয়ে হাটতেন। ভাগ্য ভালো রেজা ভাই রেফারী ছিলেননা। থাকলে কার্ড খাইতে খাইতে আমাদের দফা রফা হয়ে যেতো। 

এরপর থেকে রাফ এন্ড টাফ টিম হিসেবে এপ্রিল ২৯ ব্যাপক পরিচিতি পায়।

ভালো কথা ঐ ব্যাথা টা কি আর আছে। ভাই কি ড্যাশিং টা না আপনারে দিছিল। শেষ পর্য্যন্ত আমরা ২--১ গোলে ঐ ম্যাচ জিতছিলাম। আমাদের পক্ষে জয়সূচক গোলটি করছিলো বুড়ামিয়া। 

আসেন নিরু ভাই আবার একটা ম্যাচ খেলি, প্রমিজ আপনারে আর ঐ ভাবে ট্যাকল করবনা। আর রেফারী থাকবে রেজা ভাই। রেজা ভাই আপনাকে ও বলছি আমরা আপনার সাথে কোন অশোভন আচরন করবনা, প্রমিজ। যাহা বলিবেন তাহা মানিয়া লইব। Anisur Rahman Mdnurul Kabir

No comments:

Post a Comment