Saturday, September 26, 2015

একটি দুঃখের সংবাদ


একটি দুঃখের সংবাদ,
ছবির বর সেজে থাকা এই ছেলেটি কলোনিতে আমাদের পাশের বাসায় অনেক বছর ছিলো, মীজান বিদেশ থাকে জানতাম কিন্তু দুবাই থাকে এইটা জানতাম না, কয়েক মাস আগে কোথা থেকে যেন আমার নাম্বার যোগাড় করেছিলো সম্ভবত আমার ঘরের কারো কাছ থেকে হবে। আমাকে ফোন করে সে কি পরিমান খুশি ছিলো সেটা বলে বুঝানো যাবে না।

মীজান গত কালকে মারা গেছে, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীঊন"
ছবিটি চোখে পড়তেই মীজান আর ওর ছোট ভাই মীনহাজকে চিনতে পারলাম, ওর বড় ভাইয়ের নাম হান্নান, ছোট বোনের নাম সপ্না, প্রথমে হেডলাইন দেখে মনে করেছিলাম হয়তো কোন জোকস !!! কিন্তু .........
মীজানের যে সমস্যার কথা এখানে বলা হয়েছে এইটার সাথে আমরা কলোনীতে থাকা অবস্থাতেই পরিচিত ছিলাম।
সবাই মীজানের জন্য দোয়া করবেন।


এখানে নিউজটি কপি করে দিলাম,
দৈনিক আমার রাউজান ডেস্ক::
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে পুকুরে ডুবে বিয়ের ১৯ দিনের মাথায় এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মীরবাগিছা গ্রামের আব্দুল হামিদ শাহ (রাঃ) এর বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী (৩০)। সে আব্দুল আলম চৌধুরী ২ পুত্র।

স্থানীয় বরিউল হোসেন সুমন নামের এক যুবক নিহতের পারিবারিক সূত্রে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় মিজানুর রহমান হাত-মুখ ধৌত করতে ঘরের সামনের পুকুরে যান। ঘরে ফিরতে দেরি করায় পরিবারের লোকজন মনে করেছিলেন প্রতিদিনের মত সে বাইরে আড্ডা দিচ্ছেন॥ কিন্তু ১২ টার পরও মিজান ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন গভীর রাতে তাকে খোঁজাখুঁিজি করতে শুরু করে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। কুরবানির ঈদ ম্লান হয়ে যায় তার পরিবার পরিজন সহ এলাকার মানুষদের।
জানা যায়, প্রবাসী মিজানুর রহমান চলতি মাসের ৬ তারিখে পারিবারিকভাবে আনন্দঘন পবিবেশে বিয়ের পিরিতে বসেছিলেন। নিয়তির নির্মম পরিহাস নব দাম্পত্যজীবনের আনন্দের রেশ না কাটতেই নববধুকে বিধবা করে রহস্যজনকভাবে পরপারে পাড়ি জমালেন মিজানুর রহমান চৌধুরী (মিজান)।

No comments:

Post a Comment