Thursday, September 3, 2015

" হোম অফ মার্বেল "


এখানে কেউ কি আছে কলোনিতে থাকা অবস্থায় মার্বেল খেলে নাই !!!

কলোনির সব জায়গাতেই মার্বেল খেলা হত, তবে কলোনিরহোম অফ মার্বেলযদি বলা হয় সেটা ছিলোবুইজ্জার বাগান (মাঠ) খাল পাড়অনেক আইটেমের মার্বেল খেলা ছিলো, এর মধ্যে খুবই জনপ্রিয় ছিলোবাত

তখন অনেক বড়ভাইরা ছিলো এই বাত খেলার তুখড় খেলোয়াড়, অনেকে টিনের কোউটা করে মার্বেল নিয়ে আসতো, ৫০, ৭০, ১০০ মাঝেমধ্যে জনপ্রতি ১৫০, ২০০ টা করে দিয়ে বাত খেলতো, যখন এতগুলো মার্বেল একসাথে মাটিতে গড়িয়ে মারতো, সে এক দেখার মত দৃশ্য হতো !!! আমরা নিজেরাও মার্বেল খেলা নিয়ে ব্যাস্ত থাকতাম, এর মধ্যে যখন বড়ড়া প্রচুর পরিমানে মার্বেল দিয়ে এই স্পেশালবাতখেলতো তখন পাশে দাঁড়িয়ে তাদের খেলা দেখতাম, মার্বেলগুলোর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, …………


ভাইয়েরা কত বড়লোক !! কত্ত মার্বেল তাদের কাছে !! শালা…… আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে মার্বেল কিননা ভরাইয়া ফালাইতাম

No comments:

Post a Comment