Thursday, September 3, 2015

“ ওষুধের নাম, কোকাকোলা !!! “


এইটা একটা বদঅভ্যাস হয়ে গিয়েছিলো, ( এইটাকে আমাদের কলোনির একটা জাতীয় শখও বলা যায়, সবারই প্রিয় শখ ছিলো এইটা ) কয়েকজন একসাথে হলেই ডাব খাওয়ার ভুত চাপতো, একজন না একজনের কাছ থেকে ডাব খাওয়ার কথা আসতোই অভ্যাসমত একরাতে আমি, রবিন, ছামির, হিমেল,রিপু, বেলাল (টারজান ) আরো কয়েকজন দল বেধে গেলাম বুইজ্জার বাগানে ( খালপাড়ের কাছে ) যেকোন একটা গাছে ডাব অপারেশনে গাছ সিলেক্ট হলো, এখন অপারেশনের পালা, আজকে আমাকেই উঠতে হবে !! 

কারন প্রতিদিন কেউ না কেউ উঠে কিন্তু আমি উঠি না, তার উপরে গাছ একটু বড় বলা যায়, নিচে থেকে কেই একজন ডাবগুলো ধরতে হবে !!! সাহসী বেলাল বলল, “ ধুর আমি ধরবো, এইটা কোন ব্যাপার না, আরো বড় গাছ থেকেও অনেক ডাব আরামচে ধরে ফেলছি !!” আমি বললাম আরেকটু ছোট গাছ থেকে খেলেওতো হয়, উঠাটাতো সমস্যা না কিন্তু ধরাটাতো একটা ব্যাপার, না... কে শুনে কার কথা !! এই গাছেই আজকের আপারেশন হবে


যাই হোক সবাই গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমি অনেক কষ্টে গাছে উঠলাম, বেলাল হাত বাড়িয়ে ডাব ধরার জন্য প্রস্তুত আর বলছে, “ কিরে ডাব ফেল, এতক্ষন লাগে নাকি ?” আমি ডাব ছাড়লাম আর সঙ্গে সঙ্গে নিচথেকে একসাথে , ...... ঠুস...... টা শব্দ!!! ঘটনা কি ? যেখানে কোন শব্দই হওয়ার কথা না, সেখানে ২টা শব্দ কেন !!! নিচে তাকিয়ে দেখি, বেলাল আর ডাব দুইটাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে !!! কেউ বেলালকে ধরে আছে আর সবাই হাসছে, তাড়াতাড়ি নিচে নেমে এলাম 

নিচে নেমে অন্যদের সাথে আমিও হাসতে থাকলাম, সাহসী বেলাল এর মাথায় ডাব পড়ে ডাব ২ভাগ হয়ে গেছে, ভাগ্য ভালো বেলালের মাথা ঠিক আছে আমি হাসলেও ভয় পেয়ে গেলাম, বেলালকে সবাই মিলে অনেক্ষন মালিশ করার পর কিছুটা ঠিক হল, আস্তে আস্তে ২জন ধরে হাটিয়ে রাস্তার কাছে নিয়ে আসলাম, আমরা হাসলেও বেচারার অবস্থা খারাপ, আমি জিজ্ঞেস করলাম, “ কিরে দোস্ত এখন ঠিক আছত ? ভালো লাগতেছে কিছুটা ? কিছু খাবি? “ সবাইকে অবাক করে দিয়ে বেলাল বলল, “ দোস্ত একটা কোকাকোলা খাওয়া !!! কোক খাইলে ভালো লাগবে !!!”


হা হা হা , আমরা এই কথা শুনে হাসলাম, আমি একটা কোক এনে দিলাম, মাথায় এত উপর থেকে এত বড় একটা ডাব পড়ার ব্যাথা যদি একটা কোক খাইয়ে ঠিক করা যায়, তাহলেতো বিকল্প কিছু চিন্তা করার আর দরকার পড়ে না !!!

No comments:

Post a Comment