Saturday, September 12, 2015

মাশুক ভাই


মাশুক ভাই এর কাছে যখন প্রাইভেট পড়তাম প্রতি মাসে বেতন দেওয়ার সময় পার হেড দশ টাকা কম দিতাম চকবার খাওয়ার জন্য। আর ওইখানে বসেই চলতো খাওয়া। পড়া টাকে কখনো বোরিং মনে হয়নায়,সময়টা যে কোন দিক দিয়ে যেতো। অনেক জ্বালাইসি আসলে আমরা আপনাকে।

No comments:

Post a Comment