Saturday, September 12, 2015

অজয় দেবগান


বন্যা আপা, উর্মি আপার বোন(তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি)নামে কলোনিতে একজন বড় আপা ছিলেন। খুব মেধাবী। উনার বিয়ে হয়ছে। বর আসছেন বেড়াতে। উনার ছোট বোনের বান্ধবী হিসেবে আমার বড় আপা গেছেন ওনাদের বাসায়। আসার পর আমার ছোট আপা জানতে চাইলেন বরের চেহারা দেখতে কেমন?বড় আপা বললেন অজয় দেবগনের মত।শুনে ছোট আপা বললেন তাহলে ত সুন্দর না।অজয় দেবগনের তখন বিজয় পথ নামে একটা নতুন সিনেমা আসছে। বড় আপা সেটার উদাহরণ দিলেন।ছোট আপা বলতে চাইলেন শাহরুখ খান, আমির খানের মত হলে সুন্দর বলা যেত কিন্তু অজয় দেবগণ ত.....। এক পরযায়ে কথা কাটাকাটি শুরু হলে আম্মা এসে বললেন যার বর তার খবর নাই, তোদের দুই বোনের ঘুম নাই। তবে অজয় দেবগনের সেই স্টিল মিলস ভার্সন মানুষ টাকে দেখার খুব শখ ছিল।এখন মাঝে মাঝে যখন অজয় দেবগনের গান দেখায় তখন এ ঘটনাটা মনে পড়ে।

No comments:

Post a Comment