Friday, September 11, 2015

স্টিল মিল কলোনি সবার সেরা কারণ


স্টিল মিল কলোনি সবার সেরা কারণ

১। কলোনিতে অনেক খেলার মাঠ ছিলো।
২। কলোনির ভিতরেই স্কুল ছিল যার পিছন দিকে কবরস্থান দিয়ে স্কুল পালানো যেতো।
৩। স্কুলের স্থায়ী মঞ্চ ছিল যার পিছন দিকে বসে ২৯ খেলা যেতো।
৪। কলোনির ভিতরেই ক্লাব হাসপাতাল মসজিদ মক্তব ছিল।
৫। কলোনিতে অনেক নারকেল গাছ আর বুইজ্জার বাগান ছিল যাতে বড়ভাইরা অপারেশন চালাতে পারতো।
৬। কলোনিতে ইউনুস ভাইয়ের দোকান (সাত্তার স্টোর) ছিল যা BBC এর চেয়ে কম না। 
৭। কলোনিতে সিমেন্ট ঢালাই করা ক্রিকেট পিচ ছিল।
আপাতত লিখে শেষ করতে পারলাম না....

আপনারা বাকিগুলো যোগ করে দিন। এখন আমার দৌড় দেয়া লাগবে...

No comments:

Post a Comment