Friday, September 11, 2015

ফোত ফোত


ফাইভে বা সিক্সে পড়ি সে সময়। পলি আপা(d-3 তে থাকতো,লিটু ভাইএর বোন) একদিন আম্মাকে বললো যে, উনারা বান্ধবীরা সিনেমা দেখতে যাবে আলমাসে সাথে আমাকেও নিয়ে যাবে। আমি তো মহাখুশি।কিন্তু যখন শুনলাম সিনেমার নাম শংখনীল কারাগার আর ভাললাগলো না।কোথায় শাবনাজ মৌসুমির সিনেমা দেখবে তা না,মেন্দামারা সিনেমা পছন্দ করসে । সেই ঐতিহাসিক দিন আসলো।সিনেমা দেখতে রওনা দিলাম কলেজ বাসে করে।সেই প্রথম কলেজ বাসে উঠা,প্রথম সিনেমা হলে যাওয়া।যাই হোক সিনেমা শুরু হইল।একেকটা ডায়লগে সবার কি হাসি।আর আমি শাবনাজ মৌসুমির জন্য আফসোস করি।সময় আর কাটেনা। সিনেমার শেষের দিকে দর্শকদের ফোত ফোত মানে নাক টানার শব্দ।এতো কান্নার কি আসে বুঝতে পারিনাই।বড় হয়ে যখন এই সিনেমা আবার দেখলাম ফোত ফোত শব্দ করার কারন টা বুঝলাম।

No comments:

Post a Comment