Wednesday, September 16, 2015

“ পিপড়া বিড়ম্বনা “

- Mahabub Rasel

মুসলিম উদ্দিন সিকদার, আমার মনে হয়, মোটামুটি কলোনির সবাই এই নামের সাথে পরিচিত, ( গতকাল রিপু Mostafa Kamal ছোট করে এই ঘটনাটা বলাতে মুসলিমের কথা মনে পড়লো ) সে ছিলোঝংকার ক্লাবএর স্বঘোষিত হ্যাট্টিক সভাপতি, প্রায় সময় গর্ব করে তার ক্লাবের সদস্যদেরকে বলতো, “ আর খতার উদ্দ্যি খনিক্ক্যে খতা খবি, আই অইয়্যিযে ঝংকার ক্লাবর এট্টিক সভাপতি !!” ( যদিও আমাদের ৯৭ এর / জন ছাড়া আমরা কেউ" এই ক্লাবের সাথে জড়িত ছিলাম না) মজার ব্যাপার হল, একবার হেট্টিক সভাপতি টাইটেল উল্লেখ করে পোস্টারও ছাপিয়েছিলো !!! লাল ছিলো তার অসম্ভব প্রিয় রঙ, এমনকি টকটকে লাল রঙের প্যান্ট পরে স্কুলেও ক্লাস করতো সে!!! মুসলিম যখন স্কুলে লাল প্যান্ট পরে ঘুরতো, সে এক দেখার মত দৃশ্য ছিলো 


খুবই ভদ্র, মার্জিত, আদব-লেহাজে পরিপূর্ণ বিরল প্রজাতির বান্দর ছিলো আমাদের ৯৭-ব্যচ এর এই মুসলিম উদ্দিন সিকদার কাউকে সালাম দেওয়ার সময়তো আদব-লেহাজের জ্বালায়, গলে যাবে এই অবস্থ হত !! কিন্তু এত আদব-লেহাজ থাকা সত্ত্বেও কেন জানিনা তাকে দেখলেই বেশিরভাগ স্যার / ম্যাডামের ভ্রূ কুঁচকে যেত !! তবে ………………… আপা মুসলিমের উপরে সন্তুষ্ট হয়ে, আমাদের ক্লাসের রেগুলার ক্যাপ্টেনকে বাদ দিয়ে তাকে বানিয়ে দিলো ক্লাস ক্যাপ্টেন !!! আমরাও ক্যাপ্টেন হিসাবে মুসলিমের তামাশা উপভোগ করতে লাগলাম, আর স্যার / ম্যাডাম ক্লাস নিতে আসলেই আমরা চিল্লিয়ে বলতাম, স্যার / ম্যাডাম আজকে থেকে মুসলিম আমাদের ক্লাস ক্যাপ্টেন !!!

যাই হোক একদিন আজিজ স্যার ক্লাস নিতে আসলেন, অতঃপর……

আজিজ স্যার : বাজানেরা আজকার পড়া কি আছিলো, দেহি বাহির করেন

আমরা : স্যার আজকে থেকে মুসলিম আমাদের ক্যাপ্টেন, মুসলিম পড়া
দেখাবে, ……… আপা ঠিক করে দিয়েছেন

আজিজ স্যার : ( দাঁত কড়-মড় করে ভ্রূ কুঁচকিয়ে ) হে ক্যাপ্টেন হোক আর যাই
হোক আমারে পড়া ঠিকই দেওন লাগবো, পড়া কি আছিলো বাহির কর

মুসলিম : ( আদবের সাথে দাঁড়িয়ে বই খুলে ) ফুঁফুঁফুঁ !!!

আজিজ স্যার : কিরে বাজান, কি হইছে তোর ? বইয়ের মধ্যে ফুঁদেস কেরে ?

মুসলিম : ( দাঁত কেলিয়ে ) চ্যার বইয়ের মইদ্ধ্যে ফিড়্যা ( পিঁপড়া ) !!!!!

আজিজ স্যার : ( দাঁত কড়-মড় করে একটু এগিয়ে এসে) ওই , তোর ওই জায়গায় পিঁপড়া ধরে নাই !!!


হা হা হা, অতঃপর... ভিটামিনের প্রবল প্রয়োগ

No comments:

Post a Comment