Wednesday, September 16, 2015

“বিজ্ঞপ্তি / হাত জোড় করে অনুরোধ “


লেডিস & জেন্টেল CSM, আর কয়েকদিন পর পবিত্র ঈদ-উল-আযহা, সবাই এখন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশু কেনা এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতির অংশ হিসাবে আপনারা অনুগ্রহ করে উঠ, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, বড় গরু, তাজা গরু, চিকনা গরু, বিরিশ গরু, বলদ গরু, গাই গরুর ছবি বা কোন কোরবানির পশুর সাথে সেলফি ইত্যাদি এই পেজে পোষ্ট করবেন না

কোরবানির পর, কসাইগিরী, কোরবানির পশুর চামড়া, গরুর গোশত, গোশত খাওয়া, মুন বেকারীর পরটা, ঘরে রুটি বানানো, রুটি ছেঁকা, আটার রুটি, চাউলের গুড়ার রুটি,স্পেশাল রুটি ইত্যাদির ছবি এই পেজে পোষ্ট দিবেন না


এখনো শেষ হয় নাই, অনুগ্রহ করে অগ্রিম ঈদ মোবারক, নগদ ঈদ মোবারক, লেট ঈদ মোবারাক, শেষ হয়ে গেছে ঈদ মোবারাক আরো যদি কোন প্রকার ঈদ মোবারক থাকে এই পেজে পোষ্ট না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো
কারন সব মেম্বার যদি CSM Colony পেজে এইগুলো করা শুরু করে, তাহলে এইটা আর CSM ডায়েরি থাকবে না, CSM অদ্ভুত কিছু হয়ে যাবে

যদি কলোনির কয়েকজন দল বেধে কিছু করেন বা গরু মারামারি লাগান তাহলে সেই সব ছবি আনন্দের সহিত পোষ্ট করতে পারবেন


আপনাদের সকলকে ধন্যবাদ

No comments:

Post a Comment