Tuesday, October 6, 2015

" আমাদের স্যার "

- Mahabub Rasel

অভিনাশ বাবু স্যারে ক্লাস করাটা ছিলো বিশাল ঝামেলার ব্যাপার, স্যার বোর্ডে অংক বুঝানোর পর জনে জনে জিজ্ঞেস করতেন, " ওই তুই খাড়া, বুঝছত? "

আমরা যদি বলতাম বুঝছি স্যার তখন স্যার বলতেন, " কি বুঝছত ? বোর্ডের কাছে আইয়া আমারে বুঝা !!!" তখন বুঝাতে না পারলে চলতো স্যারের ড্যান্সিং মাইর !!!


এই ঘটনা দেখে আমরাতো চিন্তিত, কি করা যায় ?
এইবার স্যার অন্য আরেকজনের কাছে জিজ্ঞেস করতেন " ওই এইবার তুই খাড়া, এতক্ষন ধইরা কি বুঝাইছি, বুজ্জতনি তুই ? " কি আর করা বুঝছি বললেতো বোর্ডের সামনে গিয়ে বুঝাইতে হবে, না পারলে চলবে ধোলাই বলতাম বুঝি নাই স্যার তখন স্যার বলতেন, " কি বুঝছ নাই আমারে?" এইটাও স্পেসিফিক করে বলতে না পারলে, তার উপরেও চলতো ড্যান্সিং মাইর !!!


স্যারের এই বুঝা, আর না বুঝা থেকে মুক্তির উপায় কোনদিন বাহির করতে পারি নাই

No comments:

Post a Comment