Tuesday, October 6, 2015

আজ স্কুলের কথা মনে পডল


আজ স্কুলের কথা মনে পডল বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক আহাম্মদ কবির স্যার এর কথা.......
দিন আবাহনী মোহামেডান এর খেলা হবে .৩০টা থেকে আমরা হাফ ছুটির দরখাস্ত করলাম কিন্তু স্যার ছুটি মঞ্জুর করেন নি পরে সকলে সিদ্ধন্ত নিল কেউ টিফিন এর পর আসব না যেই কথা সেই কাজ
পরের দিন সবাই এল পরিবেশ খুব থমতমে 


শুনলাম স্যার খুব রাগান্নিত ক্লাস শুরু হতেই স্যার সবাইকে তলার কমনরুম যেতে বল্লেন জাওয়ার আসিয়া ম্যাডাম (আজিয়া তোরারে মারি ফ্যালাইব) কথা শুনে ভয়ের মাত্রা হাই হইয়া গেল সবাই হল রুমে গেল স্যার এলেন হাতে / টা বেত সবাই ভয়ে কাপতে শুরু করলাম স্যার লতে শুরু করলেন কিন্তু য়ে কিছুই কানে আসছে না কথা বলা শেয হাতে বেত গুলো নিয়ে সজোরে হেটে রুম এর শেষে গিয়ে কি যেন বল্ল আর বেতগুলো জানালা দিয়ে ফেলে দিল 

তার স্যার সজোরে চলে গেলেন নিজ অফিসে পরে শুনলাম স্যার কাঁদতে কাঁদতে নিচে গিয়ে অফিস কেঁদেছেন অনেক্ষন
স্যার ক্ষমা করবেন আমাদের


No comments:

Post a Comment