Saturday, November 7, 2015

ভোর ৫.৩০ এখন

- Nahidul Alam Razon


ভোর ৫.৩০ এখন।
ভেবেছিলাম ঘুমাতে যাবো।
হঠাৎ টেবিলের উপর রাখা আপেলের উপর চোখ পরল
আপেল গুলো কেমনে জানি আমার দিকে তাকাইয়া আছে!!!!
বড় আকারের একটা আপেল মুখে নিয়া 
মুখ আর কি-বোর্ডে এ আঙ্গুল একসাথে চালানো শুরু করলাম।


যত সাজানো গল্পে
রাঙানো চাকচিক্কের আড়ালে
লোভনীয় বিকল্পে
কঠিন মিথ্যার মায়াজালে
পৃথিবী রঙ বদলায়
জীবন বিপনন যখন অবলিলায়।
ঠিক তখন ই ভাঙ্গতে থাকে
কঠিন ভাবে ভাবতে থাকা জীবন বাস্তবের
হিসেব করা জ্যামেতিক খেলা।
সরল অঙ্কের মতো কঠিন জীবন ভাবনাকে
তরলে পরিনত করে যখন
মানুষ মানুষের জন্য
গান টাকে আবার জীবিত করে তোলে,
জীবন বোধ বদলে দেওয়া
আপেল/নাসের ভাইদের মতো মানুষগুলোর জন্য
দিন শেষে থাকে বিনম্র শ্রদ্ধা।

আপেল টা কিন্তু সেই মিষ্টি ছিল
যাই এবার ঘুমাতে যাই। 

No comments:

Post a Comment