কিছুদিন পর আমরা এক সন্ধ্যায় চারজন গেলাম তাহের ব্রাদার্স এর অফিসের সামনে।ঠিক করলাম যা পাবো তার থেকে কিছু আমরা খাবো।তারপর আমি এবং বাবার ফেসভ্যালু ভালো চিনে এইরকম আরেকজন কে নিয়ে ঢুকলাম তাহের ব্রাদার্সের অফিসের ভিতরে,তাহের আঙ্কেলের কাছেই।উনি আমার এবং আমার সাথের আরেকজন কে প্রথমেই জিজ্ঞাসা করলেন আমরা কার ছেলে,আমরাও বলে দিলাম এবং তিনি চিনতে পারলেন।টাকার অংক আমরা অফার লেটারে বসাই নাই।
দেখা গেলো উনি কাগজে ১৫০০টাকা লিখে দিলো,আমরা সেই কাগজ নিয়ে গেলাম একাঊন্টসে ,এবং দিয়ে দিলো ১৫০০টাকা।আমরা তো অনেক খুশি।বের হয়েই আমাদের চার জনের মধ্যে লেগে গেলো কত টাকা দিবো আর কত টাকা আমরা নিবো।শেষে দুস্ট বুদ্ধিই পাইলো আমাদের , ১৫০০টাকা ৪ জনে ভাগ করে নিয়ে নিলাম।পরে অই লাইব্রেরী হয়েছিলো কিনা জানিনা,আজকে আপনাদের মাধ্যেমে ক্ষমা চেয়ে নিচ্ছি,সামনে এতো খারাপ হবোনা।সেই টাকা দিয়ে আমি কি করেছিলাম মনে নাই তবে বাকিরা তাদের ডেটিং এ ওই টাকা লাগিয়েছিলো এইটা মনে আছে।।ক্ষমা করে দিও বন্ধু ।।মনে মনে আজো বলি
ছিঃ ছিঃ তোমরা এতো খরাপ...
No comments:
Post a Comment