Monday, November 16, 2015

৯২ সালের ঘটনা



৯২ সালের ঘটনা, সি টাইপ মাঠে বৃষ্টির সকালে পাইন্যা ফুটবল খেলছি, হঠাত আতিক কাক্কুর আগমন, উনি চিৎকার করে বলছেন, " এ্যারে হোলাইন, তুগো স্কুল কলেজ নাইনি, হড়া লেয়া বাদ দি খেইলতোছোস, যা বেকে বাসাত চলি যা" এই বলে উনি সামনের দিকে চলে গেেলন।

কে শোনে কার কথা, আমরা আমাদের খেলা খেলে যাচ্ছি, ওদিকে আমাদের ডালিম খেলছে আর মনের আনন্দে তখনকার হিট নায়ক রুবেল অভিনীত হিট সিনেমা "উত্থান পতন" এর বিখ্যাত গান " ডানে মারো বায়ে মারো, বুকে মেরোনা.... এ বুকে আছে হৃদয়,, সেখানে আছো তুমি" চেঁচিয়ে চেঁচিয়ে গাচ্ছে, ঠিক ওই সময় আতিক কাকা আবার মাঠে হাজির হয়ে বললেন, "আঁই কইছি হেতেগো বাসাত ছলি যাইবার লাই, শতান হগল বাসাত তো যায়নো, উল্ডা গান গার, ডাইনে মারো বামে মারো-----তোগোর বেগগুনেরে অন আঁই মাথার মইদ্যে মাইরমু"।

No comments:

Post a Comment