Monday, November 16, 2015

ছোট বেলা থেকে চুল বড় রাখার খুব ইচ্ছা ছিল



ছোট বেলা থেকে চুল বড় রাখার খুব ইচ্ছা ছিল।।কিন্তু বাবার কারনে কখনওই পারতাম না।।কারন বাবা চুল বড় রাখা মোটেও পছন্দ করতেন না।।যখনই চুল কাটানোর সময় হতো বাবা সাথে যেত আর বলতো বাটি ছাট দেন।।খুব বিরক্ত লাগতো।।মাকে বললে মা বলতেন তোর বাবার উপরে কোন কথা হবে না।।আজ ছেলের চুল কাটানোর সময় হয়েছে।।ছেলের মায়ের সোজা কথা চুল থাকবে বড়।।কোন ভাবেই যেন ছোট না হয়।।ছেলের পছন্দ দেব (ভারতীয় নায়ক) স্টাইল।।দু'জনের পছন্দ শুনে হতবম্ভ সহ বেকুব বনে গেলাম।।আর মনে মনে বললাম বাবা তুমি কেন এতো নিষ্ঠুর ছিলে।।

No comments:

Post a Comment