Monday, November 9, 2015

এলোমেলো গল্প



রেজা ভাই কে দেখলাম টং এর দোকানে চা খাচ্ছে ? একলা চা খাওয়া যায় নাকি সাথে সাথে ঢু মারলাম। টং এর দোকানের চা এর মজাই আলাদা।ফুরররররর ফুরররর করে আওয়াজ করে চা খেয়ে চলল আমাদের কাইজ্জা। কাইজ্জা আওয়াজ না করে চা খেতে পারে না। কাইজ্জার সাথে আতিক ভাই ও তাল মেলালো ফুররররররররররর
এই তোদের সোহেল কই , ওকে দরকার বলে কি জানি বিড়বিড় করলেন রেজা ভাই ?
সোহেল কে ভাইয়া? 
আরে সামি ? 
কার স্বামী ভাইয়া ?
আতিক ভাই বুঝিয়ে দিলেন আরে সোহেল খালি প্রেমে পরে, ডানে গেলেও প্রেমে পরে বাম দিকে গেলেও রোমান্সে জর্জরিত হয়। এই জন্য সোহেলের বৌ সোহেল রে নামের আগে স্বামী লাগাতে বলছে । সোহেল বানান টা চেঞ্জ করে সামি লিখছে, মেয়েরা তো বুদ্ধির ঢেকি এই জন্য বুঝে নাই। 


রাজা ভাই আরেক কাপ চা খাবো ? বলে উঠলো রাসেল 
হারামজাদা আমার নাম রেজা। তোদের ভাবি আমার নাম চেঞ্জ করতে বলে নাই ? 
ভাই আকাশ ডাকা ডাকি করছে মনে হয় সিগন্যাল আছে ?
আসছে আআআআসছে বলে চেচিয়ে উঠলো রাসেইল্লা
কে আসছে রাসেল ? 
আতিক ভাই আতিক চাচা আসে নাই ভয় পাইয়েন না  
আরে বন্যা আসছে বুঝোস না কেন ? বলে হেসে গড়াগড়ি খাচ্ছে রাজা ভাই ?
হারামজাদা আমারে রাজা ডাকবি না ।
বুবু এসেই মনে হয় জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিলেন। আমারে ছাড়া চা খাস তোগো এত বড় সাহস ?
বুবু এইখানে চা খেতে হয় ফুররররররর করে । আওয়াজ ছাড়া চা খেলে বিল ডাবল দেওয়া লাগে ?
তোরা কি নিয়ে মজা নিচ্ছিলি আবার নতুন করে বল। বিসমিল্লাহ থেকে শুরু কর 
আমরা গবেষনা করছিলাম আতিক ভাইএর নাম নিয়ে । ওনার নাম কেন আতিক হলো?
জলোচ্ছ্বাস বুবু কথা টান দিয়ে বলল , আরে আতিকের নাম ছিল এন্টিবায়েটিক , আতিক উচ্চারন করতে পারতো না বলে আতিক রাখা হইছে 
বুবু রাসেইল্লা হলো হারামজাদা ওরসাথে তাল দিয়েন না। 
কথা বলতে বলতেই তারেক ভাই উঠে এলেন । একটু একটু করে হাটতে শুরু করেছেন ...
সবাই তাকিয়ে আছে , আমাদের সবার চাওয়া পুরন হতে চলেছে ।
আরে আমার আড্ডা তে জোয়েন করতে হবে না ? না হাটলে কি চলে ? দেখিস আড্ডায় তোদের সাথে ফুটবল খেলবো। নমিরে ল্যাং মেরে ফেলে দিলে কিন্তু লাল কার্ড দেখাতে পারবেন না রাজা ভাই ? একটা অট্টহাসি দিলেন তারেক ভাই । 
হারামজাদা আমারে রাজা ভাই ডাকবি না । আমি রেজা ।  
রাসেল বলল আচ্ছা রেজা ভাই তো আমাদের রাজা , তাহলে রাজা ভাই ডাকলে কি সমস্যা বুঝলাম না 
রাসেইল্লা তোরে সেল বাজারে সেল ( sale) করে দিমু কইলাম  
সামি ভাই ভাবিরে নিয়ে আসলো । কি নিয়ে আড্ডা হচ্ছে? কি সেল করবেন রেজা ভাই ? 
ভাইয়া আপনার প্রেম নিয়ে কথা হচ্ছে, আপনার জ্বালায় নাকি মেয়েরা টিকতে পারছে না তাই বলছিলাম।
আরে ভাই তোর ভাবি আছে আস্তে বল । আমারে বিপদে ফেলিস না ভাই 
তাহলে চা খাওয়ান । চা এর সাথে টা ও খাওয়ান ।
ভাই মানি ব্যাগ দিলাম যা ইচ্ছে খেয়ে নে তাও আমারে আসামি করিস না 
ষ্টিলার দের আনন্দ যেনো দিন কে দিন বেড়েই চলছে ।

No comments:

Post a Comment