Tuesday, December 29, 2015

আমরা আজো জানতে পারিনি কোরবানের বাবা কেনো তাকে এভাবে ডান্ডাবেড়ি পড়িয়ে রেখেছিলো


গতকাল আমার বন্ধু আনোয়ারুল হক আমাদের ক্লাসের কোরবান আলী কে নিয়ে একটা পোস্ট দিয়েছিলো, আসলেই একটা মজার মানুষ ছিলো কোরবান আলী পাশাপাশি সে ছিলো একটা মিষ্টিরিয়াস চরিত্র শুধু সে নয় তার পুরো পরিবার টাই ছিলো বোধ হয় মিষ্টিরিয়াস।

ক্লাস ফাইভ বা সিক্স পর্য্যন্ত আমাদের সাথে পড়াশোনা করেছে কোরবান, তারপর আর তাকে স্কুলের গন্ডিতে দেখিনি সম্ভবত পড়াশোনা ছেড়ে দিয়েছিলো।


যে ঘটনা টা লিখছি তখন আমরা ক্লাস ফাইভে পড়ি, কিছুদিন ধরে সবাই খেয়াল করছি কোরবান কেমন যেন খুড়িয়ে হাঁটে আর ক্লাসে এসে পিছনের বেঞ্চে চুপচাপ বসে থাকে। ঐ যে বললাম মিষ্টিরিয়াস ফ্যামিলি, তার বাবা কেন জানি তার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে দিয়েছিলো,আর ঐ অবস্থায়ই সে স্কুলে আসা যাওয়া করত। এভাবে কয়েকদিন যাওয়ার পর অবিনাশ স্যার ব্যাপারটা জানতে পারেন। সংগে সংগে স্যার তাহের কে ডেকে এনে ঐ ডান্ডা বেড়ি ভেংগে কোরবান কে শৃংখল মুক্ত করেন। এরপর সেদিন কোরবান কে নিয়ে মুক্তির উল্লাসে ভেসে গিয়েছিলো আমাদের পুরো ক্লাস।


আমরা আজো জানতে পারিনি কোরবানের বাবা কেনো তাকে এভাবে ডান্ডাবেড়ি পড়িয়ে রেখেছিলো, আসলেই মিষ্টিরিয়াস !!!!!!!!

No comments:

Post a Comment