Tuesday, December 29, 2015

পরীক্ষার ফল বের হয়েছে


পরীক্ষার ফল বের হয়েছে। আমার বেটি এখন বাক বাকুম পায়রা। ডিসেম্বর মাস মানে ঘুরে বেড়ানো। আমার বেটি একটু বেশি বেড়ায়। প্রথম সাময়িক পরীক্ষায় সে নির্ঘাত খারাপ করবে। দোষ হবে আমার। যেন পরীক্ষা আমি দিয়েছি। আমি দিলে কি হতো সেটা একমাত্র আল্লাহ পাক জানে। ২য় সাময়িক পরীক্ষায় রেজাল্ট বেশ ভালো হয়। এবার বেটির মা আসবেন রেজাল্ট হাতে নিয়ে। ভালো হয়েছে তবে আমি খুশি না। 

এই দেখো তোমার বেটির Report Cardআরে সারাফের মা, আমার বেটি অনেক ভালো নাম্বার পেয়েছে। এত নাম্বারতো আমার স্কুল জিবনের সব নাম্বার যোগ করলেও হবেনা। এভাবে বললে মেয়ে মানুষ করতে পারবেনা। আরে ভাই ছোট বাচ্চা, সারা জীবন পরে আছে, তুমি শুধু মেয়েটার বেসিকটা তৈরি করো। এক সময় সব ঠিক হয়ে যাবে।



ফাইনাল রেজাল্ট বের হয়েছে। এই জায়গাটাতে আমার বেটির প্লেস থাকে। এখন সব ক্রেডিট -------- মা এর। আমার পাকনা বেটি এখন নানার বাড়ী। গত কাল রাতে ফোনে আলাপ হলো। কত আহল্লাদের কথা!! আচ্ছা বাবা তুমি কি কখনো পরীক্ষায় ------------- হয়েছো? বুঝলাম মাকে খুশি করার জন্য বলছে। নারে মা আমি ভালো ছাত্র ছিলাম না। ভালো ছাত্র হলে কি আর তোমার মায়ের সাথে বিয়ে হয়?

No comments:

Post a Comment