Wednesday, December 23, 2015

বড়ই চুরি



((বড়ই চুরি))একবার বড়ই চুরির পায়তারা করছিলাম।।মিশন ছিদ্দিক কাকার গাছ।।ছিদ্দিক কাকা মানে রাজু এবং সাজু ভাইয়ার বাবা।।(কাকাকে আল্লাহ্ জান্নাত দান করুক)ওনাদের বাসা ছিল E-টাইফে।।বাগানটা ছিল টিন দিয়ে গেড়া।।বাহির থেকে পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু লাভ হচ্ছিল না।।বড়ই সব ঘেরাও করা টিনের ভেতর পড়ছিল।।সিদ্ধান্ত নেওয়া হল ভেতরে যেতে হবে।।না হয় মিশন সম্পূর্ণ হবে না।।

ঢোকার দায়িত্ব পরলো আমার উপর।।যাক্ আল্লাহ্-র উপর ভরসা করে টিন নিচ দিয়ে ফাঁক করে ভিতরে ঢুকলাম।।বড়ই গুলো নিয়ে যেই বের হবো ঠিক ঐ মুহূর্তে আগ থেকে উত্ পেতে থাকা শত্রুরা মানে রাজু-সাজু ভাই এবং আন্টি তিনজন দৌড়ে এসে আমাকে ধরে ফেললো এবং আমার অবস্থা দেখে বাকিরা দৌড়ে পালিয়ে গেল।।তখন শত্রুদের একজন বলছে গাছের সাথে বেধে রাক্,,একজন বলছে এরে সব গুলি বড়ই বসিয়ে খাওয়া।।


আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না।।হঠাত্ আন্টি বলছে এক কাজ কর্ তোর বাবারে খবর দে।।সাজু ভাই ডাক দিল কাকাকে।।ওমনি কাকা ভিতর থেকে চিত্কার করে বলছে ওরে ধরে রাক্ ,,আমি ইনজেকশন নিয়ে আসছি।।এই কথা শূনে শরীরে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে একটা চিত্কার দেই এবং রাজু ভাইকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে টিনের ফাঁক দিয়ে পালিয়ে যাই এবং প্রানে বাঁচি।।বের হওয়ার পর যে প্রশ্ন টা বারবার জেগেছিল এবং যেটা মনে পড়লে আজও প্রশ্ন জাগে যে,,যদি ইনজেকশনটা আমার পেছনে (মানে ঐ জায়গায়) দিত তাহলে আমার কি অবস্থা হতো।।হয়তো এখনও পাবনার সেই বিখ্যাত যাদুঘরে থাকতে হতো।।

No comments:

Post a Comment